দেশের খবর: টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর নতুন মেয়াদে প্রথম বিদেশ সফরে জার্মানির উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ছয়দিনের এই সফরে ফিরতি পথে সংযুক্ত আরব আমিরাতও (ইউএই) সফর করবেন তিনি।
জার্মানিতে প্রধানমন্ত্রী সে দেশের চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন বলে বুধবার এক সংবাদ ব্রিফিংয়ে জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
এছাড়া ইউএই সফরে পাওয়ার প্ল্যান্ট ও ইকোনোমিক জোন বিনিয়োগ সংক্রান্ত দু’টি সমঝোতা স্মারক সই হবে।
প্রধানমন্ত্রীর কার্যালয় জানায়, শেখ হাসিনা জার্মানির মিউনিখে একটি আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলনে অংশ নেবেন। এরপর আবুধাবিতে একটি প্রতিরক্ষা প্রদর্শনীতে যাবেন। সেখানে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের প্রধানদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করার কথা রয়েছে তার।
মিউনিখে পৌঁছার কয়েক ঘণ্টা পর প্রধানমন্ত্রী হোটেল শেরাটনে প্রবাসী বাংলাদেশিদের দেয়া একটি সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন। সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজক জার্মানির বাংলাদেশ মিশন।
সফরকালে প্রধানমন্ত্রী এই হোটেলেই থাকবেন।
এরপর চতুর্দশ আন্তর্জাতিক প্রতিরক্ষা প্রদর্শনী (আইডিইএক্স-২০১৯) উপলক্ষে প্রধানমন্ত্রী ১৭ থেকে ১৯ ফেব্রুয়ারি আবুধাবিতে অবস্থান করবেন এবং এর মাঝেই ইউএই নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় বসবেন।