ডেস্ক রিপোর্ট : ভোমরার পদ্ম শাখরা খাটালে গরু ব্যবসায়ীদের জিম্মি করে কোটি কোটি টাকার মালিক বনেগেছে আওয়ামীলীগ নেতা শহীদুল। কালো টাকা ও দলীয় প্রভাবের কারণে বেপরোয়া হয়ে উঠেছে শহীদুল। কে রুখবে তাকে। ইতোমধ্যে ঢাকায় আলিশান বাড়ি, দামী পিস্তল ও দামী গাড়ির মালিক হয়েছেন তিনি।
সূত্র জানায়, খাটাল মালিক শহীদুল ব্যবসায়ীদের উপর নির্যাতন চালিয়ে কালো টাকার পাহাড় গড়ছেন। তবে এ বিষয়ে একাধিক অভিযোগ থাকারও পর কারো যেন নজর নেই এদিকে। সীমান্ত এলাকার ব্যবসায়ী ও স্থানীয় সূত্রে জানাগেছে, ভোমরার পদ্ম শাখরার গরু খাটাল থেকে অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে। সাতক্ষীরা ৩৮ বিজিবি’র অধিনায়ক কর্তৃক নির্ধারিত টাকার পরিবর্তে খাটাল মালিকরা আদায় করছেন অতিরিক্ত টাকা। এ অতিরিক্ত টাকা গুনতে গিয়ে নি:শ্ব হচ্ছেন ব্যবসায়ীরা। গরু ব্যবসায়ীদের এ ধরনের অভিযোগের ভিত্তিতে পদ্মশাখরা এলাকায় সরেজমিনে ঘুরে জানাগেছে, বর্তমান সাতক্ষীরা ৩৮ বিজিবি’র অধিনায়ক লে:কর্ণের আরমান ভারত থেকে আসার গরুর খাটাল খরচ নির্ধারণ করেছেন ৫০০ থেকে ৫৫০ টাকা। কিন্তু পদ্মশাখরার খাটাল মালিক জেলা আওয়ামীলীগ নেতা হাড়দ্দহা এলাকার বাদেল গাজীর ছেলে শহীদুল ইসলাম। তিনি বিজিবি’র অধিনায়কের নির্দেশ অমান্য করে গরুর মালিক থেকে কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করছেন। সূত্র জানায় তিনি গরুপ্রতি ৫০০ থেকে ৫৫০ টাকার পরিবর্তে ২৫০০ থেকে ২৬০০ টাকা আদায় করছেন। আর এসব টাকা আদায় করার জন্য তিনি কয়েক জন ব্যক্তিকে নিয়োগও দিয়েছেন। তাদের মধ্যে পদ্ম শাখরা গ্রামের রশিদের ছেলে জাকির ও মুনসুর আলীর ছেলে মন্টু সহ কয়েজন। তারা ব্যবসায়ীদের কাছ থেকে জোরপূর্বক এসব টাকা আদায় করে থাকেন। টাকা দিতে অস্বীকার করলে মারপিটও করেন তারা। প্রতিদিন এই খাটালে ৩০০/৪০০ পিচ গরু করিডোরের মাধ্যমে ছাড় করা হয়। এতে প্রায় ১ লক্ষ ২৫ হাজার টাকা আদায় হয় ওই খাটালে। যার ৪০ % নেন খাটাল মালিক(শহীদুল), ৩০% নেন ঢাকা প্রবাসীর পকেটে আর বাকী ৩০% যায় খাটালে কর্মরতদের পকেটে।
খাটাল মালিক শহীদুল স্থানীয়ভাবে প্রভাবশালী হওয়ার তার বিরুদ্ধে সরাসরি মুখ খুলতে সাহস পায় না অনেকে। এছাড়া খাটাল মালিক শহীদুল ইসলাম রাজনৈতিক পরিচয় দিয়ে উর্দ্ধতন মহলের কাছ থেকে সুবিধা নিয়ে থাকেন। ব্যবসায়ীরা ক্ষোভের সাথে জানান, এধরনের অত্যাচার সহ্য করতে না পেরে ইতোমধ্যে আমরা কয়েকটি দপ্তরে অভিযোগও করেছি। কিন্তু অভিযোগ করে তেমন কোন লাভ হয়নি। বরং খাটাল মালিক শহিদুল ও তার লোকজন ব্যবসায়ীদের অতিষ্ঠ করে তুলছেন।
অপর দিকে শহীদুল খাটাল ব্যবসায়ীদের জিম্মি করে কোটি কোটি টাকার মালিক বনে গেছেন। ইতোমধ্যে তিনি ৮০ লক্ষ টাকা দিয়ে ঢাকায় আলিশান বাড়ি(ফ্লাট) কিনেছেন। নিজের নিরাপত্তার নাম করে সাড়ে ৪ লাখ টাকা দামের পিস্তল কিনেছেন। এছাড়া প্রতি বছর পরিবার পরিজন নিয়ে ভারত ভ্রমণ করেন তিনি। যা অত্যন্ত ব্যয় বহুল। এসব টাকার যোগাড় করতে শহীদুল খাটাল ছাড়াও সীমান্ত এলাকায় যুব সমাজকে ব্যবহার করে ইয়াবা, গাজাসহ বিভিন্ন মাদক দ্রব্যের ব্যবসা পরিচালনা করে আসছে। তার কবলে পড়ে যুব সমাজ আজ ধ্বংসের দ্বারপ্রান্তে। অবিলম্বে শহীদুলে বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সচেতন মহল।
পূর্ববর্তী পোস্ট