মোস্তাফিজুর রহমান এবং রুবেল হোসেনকে নিয়েই শ্রীলঙ্কা সফরে যাচ্ছে বাংলাদেশ দল। পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ফেব্রুয়ারির শেষ নাগাদ দেশ ছাড়বেন টাইগাররা। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে মঙ্গলবার শ্রীলঙ্কা সফরের দুই টেস্টের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছেন নির্বাচকরা।
টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে জানানো হয়েছে, পুরো ফিট মোস্তাফিজ। কাটার মাস্টার কাউন্টি খেলতে যেয়ে ইনজুরিতে পড়েছিলেন। পরে কাঁধে অস্ত্রোপচার ও ৬ মাসের পুনর্বাসনের ধকল সামলে নিউজিল্যান্ড সফরের দলে ফেরেন। ওয়ানডে ও টি-টুয়েন্টি খেললেও কিউই সফরে টেস্টে নামেননি। এরপর ভারত সিরিজে নিজে থেকে সরে দাঁড়ান ফিজ।
অন্যদিকে নিউজিল্যান্ড সফরের দলে থাকা রুবেল ভারতের বিপক্ষে একমাত্র টেস্টের স্কোয়াডে জায়গা পাননি। ঘরোয়া লিগ বিসিএলে দারুণ পারফর্ম করে আবারো দলে ফিরলেন তিনি।
ভারত সফরে প্রস্তুতি ম্যাচে ইমরুল কায়েস ইনজুরিতে পড়ায় মোসাদ্দেক হোসেন সৌকতের ডাক পড়েছিল। শ্রীলঙ্কা সফরের দলেও তাকে রাখা হয়েছে। এছাড়া ভারত সফরের দলে থাকা পেসার শফিউল ইসলাম বাদ পড়েছেন।
বাংলাদেশ ২৭ বা ২৮ ফেব্রুয়ারি দেশ ছাড়বে। লঙ্কানদের বিপক্ষে গলে’তে ৭-১১ মার্চ হবে প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট ১৯ থেকে ১৯ মার্চ পি সারায়। এর আগে দুইদিনের প্রস্তুতি ম্যাচটি শুরু হবে ২ মার্চ। পরে তিন ওয়ানডে এবং দুই টি-টুয়েন্টির সিরিজও রয়েছে।
শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের টেস্ট দল:
তামিম ইকবাল, মুমিনুল হক, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, মুশফিকুর রহীম (অধিনায়ক), সৌম্য সরকার, লিটন কুমার দাস, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, কামরুল ইসলাম রাব্বি, তাসকিন আহমেদ, শুভাশিস রায় চৌধুরী, তাইজুল ইসলাম, মোসাদ্দেক হোসেন সৈকত, রুবেল হোসেন এবং মোস্তাফিজুর রহমান।