কেশবপুর (যশোর) প্রতিনিধি : কেশবপুর পাইলট স্কুল এন্ড কলেজ পরিচালনা পরিষদ ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের শনিবার দুপুরে প্রতিষ্ঠানের পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়েছে। অধ্যক্ষ আসাদুজ্জামানের সভাপতিত্বে আবু শারাফ সাদেক অডিটোরিয়ামে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা পরিষদের বিদায়ী সভাপতি বিশিষ্ট সাংবাদিক শ্যামল সরকার। অধ্যাপক মশিউর রহমানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ওয়াজেদ আলী, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রবীর কুমার সরকার, প্রভাষক আলাউদ্দীন আলা, শিক্ষক আব্দুল আহাদ, রোকনুজ্জামান প্রমুখ। এসময় বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি বিশিষ্ট সাংবাদিক শ্যামল সরকার বলেন, সামাজিক বন্ধন আমাদের যে কোন মূল্যে বজায় রাখতে হবে। সমাজকে কেউ যেন কুলষিত করতে না পারে সেজন্য সকলকে সতর্ক থাকতে হবে। মনে রাখতে হবে মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য।
পূর্ববর্তী পোস্ট