বিদেশের খবর: বৃটেনের প্রধানমন্ত্রী তেরেসা মে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। আগামী ৭ জুন তিনি পদত্যাগ করবেন।
শুক্রবার লন্ডনে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের সামনে এক আবেগঘন বিবৃতিতে মে তার পদত্যাগের ঘোষণা দেন। খবর বিবিসির
তবে কনজারভেটিভ পার্টি নতুন নেতা নির্বাচিত না করা পর্যন্ত তিনি অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন।
ব্রেক্সিট ইস্যুতে যুক্তরাজ্যের ইউরোপীয় ইউনিয়ন ত্যাগের বিষয়ে তেরেসা মে’র নতুন পরিকল্পনা মন্ত্রিসভা ও পার্লামেন্টে অনুমোদিত হবে না এটা স্পষ্ট হওয়ার পরই তিনি এ পদত্যাগের ঘোষণা দিলেন।
ব্রেক্সিট ইস্যুতে সিদ্ধান্তে যেতে না পারায় বিবৃতিতে দুঃখ প্রকাশ করেন তেরেসা মে। তিনি আশা প্রকাশ করেন, নতুন প্রধানমন্ত্রী দেশের স্বার্থে কাজ করবেন এবং ব্রেক্সিট বাস্তবায়ন করতে সক্ষম হবেন।