নিজস্ব প্রতিবেদক : আশাশুনির শ্রীউলায় যুবলীগের ঈদের শুভেচ্ছা সম্বলিত ব্যানার ছেড়ার অভিযোগ উঠেছে। এঘটনায় স্থানীয় যুবলীগ নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে।
আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শাহিনুর রহমান বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান,মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা,যুবলীগের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ ফজলুল হক মনি,বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য,সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা: আ.ফ.ম রুহুল হক এমপি মহোদয়, বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী ও সাতক্ষীরা জেলা যুবলীগের আহবায়ক আব্দুল মান্নানের ছবি সম্বলিত ঈদ শুভেচ্ছা ব্যানার সাতক্ষীরা পৌর এলাকা,কালিগঞ্জ, দেবহাটা ও আশাশুনি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে টানানো হয়। কিন্তু কে বা কারা গতরাতে শুধু মাত্র শ্রীউলা ইউনিয়নের টানানো ব্যনারের অধিকাংশ ব্যানার ছেড়ে ফেলে।”
এ সম্পর্কে উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক তোষিকে কাইফু বলেন, এঘটনায় তদন্তপূর্বক দোষীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক আশাশুনি উপজেলার একজন ছাত্রলীগ নেতা বলেন, আশাশুনি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৌরভ রায়হান সাদের কিছু নেতাকর্মীরা ওই ব্যানার ছিড়েছে।
সাদের সাথে তোষিকে কাইফুর দ্বন্দ্ব থাকার কারণে তারা এ কাজ করেছে বলে তিনি জানান।
এদিকে, এঘটনায় আশাশুনি উপজেলা যুবলীগের নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। তারা অবিলম্বে ব্যানার ছেড়ার সাথে জড়িতদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।
এবিষয়ে সাতক্ষীরা জেলা যুবলীগের আহবায়ক আব্দুল মান্নান বলেন, ঘটনা সঠিক। শাকিল চেয়ারম্যানের ছেলে ও তার নেতাকর্মীরা এ ব্যানার ছিড়েছে। যারা ছিড়েছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি। আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সালাম বলেন, এধরনের কোন ঘটনা আমার জানা নেই। আমি কোন অভিযোগ পাইনি।
শ্রীউলায় যুবলীগের ঈদের শুভেচ্ছা সম্বলিত ব্যানার ছেড়ার অভিযোগ
পূর্ববর্তী পোস্ট