নিজস্ব প্রতিবেদক ঃ “প্রাণসায়ের খাল, সাতক্ষীরার প্রাণ” এই শ্লোগানকে সামনে রেখে সাতক্ষীরায় প্রাণসায়ের খাল রক্ষার দাবীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে সচেতন নাগরিক কমিটি (সনাক) সাতক্ষীরা এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। সনাক সভাপতি ড. দিলারা বেগমের সভাপতিত্বে মাবনবন্ধন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা পৌর সভার মেয়র তাজকিন আহমেদ চিশতি। মানববন্ধন কর্মসূচিতে স্বাগত বক্তব্য রাখেন জলবায়ু অর্থায়নে সুশাসন বিষয়ক উপ কমিটির (সনাক) আহবায়ক ও প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি এড. আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক এম. কামরুজ্জামান, অধ্যাপক আনিছুর রহিম, সনাক সদস্য প্রফেসর আব্দুল হামিদ, ডাঃ সুশান্ত ঘোষ, তৈয়্যেব হাসান বাবু, স্বদেশ এনজিও’র নির্বাহী পরিচালক মাধব দত্ত, জেন্ডার প্রকল্পে’র সভানেত্রী ফরিদা আক্তার বিউটি প্রমুখ।
বক্তারা বলেন, সাতক্ষীরা শহরের প্রাণ প্রাণসায়ের খালটি এখন মৃত্যু প্রায়। বর্তমানে প্রাণসায়ের খালটি ময়লা-আবর্জনায় ভরাট হয়ে যাচ্ছে। অব্যাহত রয়েছে অবৈধ দখলও। প্রাণ সায়ের খালের প্রাণ যায় যায় অবস্থা। তাই এ খালটির প্রাণ ফিরিয়ে আনতে এবং জনগণের জন্য একটি পরিবেশ বান্ধব শহর নিশ্চিত করতে হলে প্রাণ সায়ের খালটি রক্ষা করা খুবই প্রয়োজন। বক্তারা আরো বলেন, প্রাণসায়ের খালের প্রাণ রক্ষার্থে জেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড এবং পৌরসভার যৌথ উদ্যোগ গ্রহণ করতে হবে।
মানববন্ধন শেষে সাতক্ষীরা জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়। জেলা প্রশাসকের পক্ষে এ সময় স্মারকলিপিটি গ্রহণ করেন স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক এ.এন.এম মঈনুল ইসলাম। ##
০৬.০৯.১৬