খেলার খবর: জমে উঠেছে বিশ্বকাপ। হট ফেভারিট হয়ে টুর্নামেন্ট শুরু করে ইংল্যান্ড। সেই দলটিরই এখন সেমিফাইনালে ওঠা কঠিন হয়ে দাঁড়িয়েছে। প্রত্যাশা পূরণ করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ , দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান।
আসর মাঝপথ পেরোলেও এখনো শেষ চার চূড়ান্ত হয়নি। একমাত্র দল হিসেবে টিকিট কেটেছে অস্ট্রেলিয়া। এ দৌড়ে সবার আগে রয়েছে নিউজিল্যান্ড ও ভারত। রেসে আছে বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলংকাও।
সবমিলিয়ে খেলোয়াড়দের প্রায় মাসখানেকের ব্যাট-বলের দুর্দান্ত লড়াই বিমুগ্ধ করেছে ক্রিকেটপ্রেমীদের। এখন পর্যন্ত নিখাঁদ বিশ্বমঞ্চের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে দল তৈরি করা হলে কারা সুযোগ পাবেন? একনজরে দেখে নেয়া যাক সেই সেরা একাদশ।
ডেভিড ওয়ার্নার: স্বপ্নের ফর্মে আছেন অস্ট্রেলিয়ার এ বাঁহাতি ওপেনার। টুর্নামেন্টে সর্বোচ্চ রান স্কোরার তিনি। ওপেনিংয়ে আর অন্য কাউকে ভাবার অবকাশই দিচ্ছেন না বিস্ফোরক বাঁহাতি ব্যাটসম্যান।
অ্যারন ফিঞ্চ: অস্ট্রেলীয় ব্যাটিং লাইনআপের অন্যতম শক্তি তিনি। আসরে সর্বোচ্চ রান সংগ্রহকারী তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন এ ওপেনার। যেকোনো পরিস্থিতিতে ম্যাচ বের করার ক্ষমতা রাখেন অজি কাপ্তান। স্বভাবতই ওপেনিংয়ে ওয়ার্নারের সঙ্গী হবেন ফিঞ্চ।
বিরাট কোহলি: ভারতের ব্যাটিং শক্তির মূল স্তম্ভ তিনি। আগ্রাসী মনোভাব আর রান তোলার বিচারে ওয়ানডাউনে থাকছেন ডানহাতি ব্যাটার। এবারের বিশ্বকাপটাও দুর্দান্ত কাটছে তার।
সাকিব আল হাসান: তাকে কেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার বলা হয়, চলতি বিশ্বকাপে তা বারবার প্রমাণ করে চলেছেন তিনি। ব্যাট-বল দুই ক্ষেত্রেই অনবদ্য এ টাইগার। দলকে একাই জেতাচ্ছেন সাকিব। স্পিন অলরাউন্ডারের ভূমিকা পালন করবেন তিনি।
জো রুট: বিশ্বকাপে ইংল্যান্ডের পারফরম্যান্সে ঘটা করে ভাটা পড়েছে। তবে স্বমহিমায় উজ্জ্বল রুট। প্রতি ম্যাচেই ব্যাট হাতে রান পাচ্ছেন তিনি। প্রতিপক্ষের পার্টনারশিপ ভাঙতে বল হাতেও কার্যকর এ ইংলিশ। পার্টটাইমার হিসেবে খেলবেন ডানহাতি ব্যাটসম্যান।
কেন উইলিয়ামসন: বিশ্বকাপ যত এগোচ্ছে, ততই ছন্দে ফিরছেন তিনি। নিউজিল্যান্ডকে সেমিফাইনালের দৌড়ে রাখার মূল কারিগর উইলিয়ামসন। যেকোনো পিচেই স্বচ্ছন্দ্যে ব্যাট করতে পারেন তিনি। মিডলঅর্ডারে দায়িত্বে থাকছেন এ কিউই। অধিনায়কত্বের দায়িত্বও পালন করবেন।
মুশফিকুর রহিম: বাংলাদেশের নির্ভরতার প্রতীক তিনি। বড় রানের টার্গেট দিতে বা তাড়া করে ম্যাচ জেতাতে টাইগারদের ভরসা মুশফিক। দলের উইকেটরক্ষক-ব্যাটসম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন মিস্টার ডিপেন্ডেবল।
বেন স্টোকস: বিশ্বকাপে শ্রীলংকার বিপক্ষে তার একার অদম্য লড়াই এখনো টাটকা ক্রিকেটপ্রেমীদের মনে। স্লগ ওভারে নির্মম ব্যাটিংয়ে বিপক্ষকে দুমড়ে-মুচড়ে দিতে পারেন তিনি। আবার বল হাতেও সমান ভয়ঙ্কর স্টোকস। দলে পেস অলরাউন্ডারের ভূমিকা পালন করবেন ইংল্যান্ড তারকা।
মিচেল স্টার্ক: চলতি বিশ্বকাপে দুরন্ত ছন্দে রয়েছেন অস্ট্রেলীয় এ ফাস্ট বোলার। বল হাতে তার রানআপ রক্তচাপ বাড়িয়ে দেয় বিশ্বের বাঘা বাঘা ব্যাটসম্যানদের। এ মুহূর্তে সর্বোচ্চ উইকেট নেয়ার তালিকায় এক নম্বরে তিনি। এ দলে পেস আক্রমণে নেতৃত্ব দেবেন স্টার্ক।
মোহাম্মদ আমির: বিষাক্ত সুইং আর গতির মেলবন্ধনে বিপক্ষের ব্যাটিং লাইনআপকে একাই ধসিয়ে দিতে পারেন তিনি। স্লোয়ার হোক বা বাউন্সার- বোলিং বৈচিত্রে চলতি বিশ্বকাপে ভয়ংকর তিনি। দলের পেস আক্রমণে স্টার্কের সঙ্গী এ বাঁহাতি পেসার।
ইমরান তাহির: দক্ষিণ আফ্রিকার আশা শেষ। তবে বোলিংয়ে মুগ্ধ করছেন এ ডানহাতি লেগস্পিনার। তার স্পিনের ফাঁদে ধরা পড়ছেন বহু বড় বড় ব্যাটসম্যান। দলের স্পিন আক্রমণে নেতৃত্ব দেবেন তিনি।