এস আর সাঈদ, কেশবপুর ॥
যশোরের কেশবপুর উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে “সামাজিক নিরাপত্তা কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের অন্তরায় ও উত্তরণের উপায়” বিষয়ক সেমিনার সোমবার দিনব্যাপী উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানূর রহমানের সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা অফিসার তরিকুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সুফলাকাটি ইউপি চেয়ারম্যান মাষ্টার আব্দুস সামাদ, মঙ্গলকোট ইউপি চেয়ারম্যান মনোয়ার হোসেন, পাঁজিয়া ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম মুকুল, বিদ্যানন্দকাটি ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন, কেশবপুর সদর ইউপি চেয়ারম্যান অধ্যাপক আলাউদ্দীন আলা, ত্রিমোহিনী ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান আনিস, সাতবাড়িয়া ইউপি চেয়ারম্যান শামছুদ্দিন দফাদার, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ প্রমুখ।
কেশবপুরে সামাজিক নিরাপত্তা কর্মসূচির বাস্তবায়ন শীর্ষক সেমিনার
পূর্ববর্তী পোস্ট