কালিগঞ্জ ব্যুরো: দি-হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের সহায়তায়, সুশাসনের জন্য নাগরিক সুজন কালিগঞ্জ উপজেলা শাখার আয়োজনে মর্যাদা, নিরাপত্তা, বহুত্ববাদ এবং শান্তি সম্প্রীতি প্রতিষ্ঠায় রাজনৈতিক দলসমূহের আচরণ বিধি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সুজন কালিগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক সাংবাদিক সুকুমার দাশ বাচ্চুর সঞ্চালনায় এবং সুজনের উপজেলা সভাপতি শেখ সাইফুল বারী সফুর সভাপতিত্বে মঙ্গলবার সকাল ১১ টায় কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার সভা কক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধকালীন কমান্ডার আলহাজ্ব শেখ ওয়াহেদুজ্জামান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শিমুল কুমার সাহা, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ এ কে এম জাফরুল আলম বাবু, কুশুলিয়া ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শেখ মেহেদী হাসান সুমন, হাঙ্গার প্রজেক্টের খুলনা বিভাগীয় সমন্বয়ক আসলাম খান, কালিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আব্দুল হাকিম প্রমুখ। এসময় বিএনপির সহ-সভাপতি অধ্যাপক আব্দুল খালেক, কালিগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শেখ ইকবাল আলম বাবলু, বাংলাদেশ সাংবাদিক সমিতি কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি শেখ আনোয়ার হোসেন, সুজনের যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান শিমুল, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কালিগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মিলন কুমার ঘোষ, রিপোর্টার্স ক্লাবের যুগ্ন সম্পাদক আহাম্মাদুল্লাহ বাচ্চু, উপজেলা ছাত্রলীগের সভাপতি গৌতম কুমার লস্কর, উপজেলা তরুণ লীগের সাধারণ সম্পাদক আব্দুর সবুর,উপজেলা লেডিস ক্লাবের সম্পাদিকা ইলাদেবী মল্লিক, উপজেলা যুবদল সভাপতি ডাঃ সফিকুল ইসলাম বাবুসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পূর্ববর্তী পোস্ট