রাজনীতির খবর: বিএনপির কেন্দ্রীয় কার্যালয় গুজবের কারখানা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ শনিবার আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের রজত জয়ন্তী উপলক্ষে রাজধানীর ধানমণ্ডির ৩২ নম্বর রোডে আয়োজিত এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন ওবায়দুল কাদের। জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে এই কর্মসূচির উদ্বোধন করেন ওবায়দুল কাদের।
এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আমরা জানি, তারা (বিএনপি) কী করছে। আমরা জানি, কোথায় বসে বসে ষড়যন্ত্র হচ্ছে। দেশে হচ্ছে, বিদেশে হচ্ছে। এ দলের কেন্দ্রীয় অফিসই হচ্ছে গুজবের একটি বিরাট ফ্যাক্টরি। গুজবের ফ্যাক্টরি থেকে অপপ্রচার চালানো হচ্ছে। আজকের গণপিটুনি গুজবের পেছনেও এই দলটির হাত রয়েছে।’
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘বর্তমান সরকারের বিরুদ্ধে চক্রান্তকারীদের আপাতত নিষ্ক্রিয় দেখালেও, তারা আরো গভীর চক্রান্তে লিপ্ত আছে।’
ওবায়দুল কাদের আরো বলেন, ‘নানামুখী চক্রান্ত দেশের অভ্যন্তরে চালানো হচ্ছে। দেশের বাইরেও চক্রান্ত চালাচ্ছে। বিভিন্ন গুজব ছড়ানো হচ্ছে। আতঙ্ক ছড়ানো হচ্ছে। এই আতঙ্ক ছড়ানোর সঙ্গে বিদেশে বাংলাদেশের নাগরিক হয়ে দেশের বিরুদ্ধে যারা কথা বলছে, এর পেছনে কোনো ষড়যন্ত্র আছে কি না, এ বিষয়টি আমাদের গভীরভাবে খতিয়ে দেখতে হবে।’ দেশ ও দেশের বাইরে যারা এসব গুজব রটনার পেছনে রয়েছে, তাদের খুঁজে বের করা হবে বলেও হুঁশিয়ারি দেন ওবায়দুল কাদের।
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে বিএনপি অযথা রাজনীতি করছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির অপপ্রচারে জনগণ এতটাই অতিষ্ঠ যে, দলটির সত্য কথাও এখন তারা বিশ্বাস করে না।’
বন্যা ও ডেঙ্গু রোগের মতো চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারকে সহযোগিতা করার জন্য সবার প্রতি আহ্বান জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।