সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহমেদ ও সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম এক বিবৃতি জানান, সারা দেশে ভয়ঙ্করভাবে ডেঙ্গু ছড়িয়ে পড়ায় বিষয়টিকে ‘এক নম্বর সংকট’ বিবেচনা করে কেন্দ্রীয় আওয়ামী লীগ তিনদিনের কর্মসূচি দিয়েছে। নেতৃবৃন্দ আরো বলেন, দেশ থেকে ডেঙ্গু নির্মূলে আজ (৩১ জুলাই) থেকে জনগণকে সঙ্গে নিয়ে নেতাকর্মীরা সার্বিকভাবে এর বিরুদ্ধে যুদ্ধে নামছে। এ উপলক্ষে মশক নিধন কর্মসূচি সফল করতে নেতৃবৃন্দ জেলার সব উপজেলা ও ইউনিয়নে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত করার জন্য নেতাকর্মীদের প্রতি আহবান জানান। আজ ৩১ জুলাই, ২ আগস্ট ও ৩ আগস্ট- এই তিন দিন বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত জেলার সব উপজেলা, ইউনিয়ন পর্যন্ত পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেয়ার জন্য নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়েছেন। এর সঙ্গে সতর্কতা ও সচেতনতামূলক লিফলেটও বিতরণ করবে আওয়ামী লীগ। ডেঙ্গুর বিস্তার থামাতে এই কর্মসূচিকে গুরুত্ব সহকারে নিচ্ছে দলটি। প্রেস বিজ্ঞপ্তি
পূর্ববর্তী পোস্ট