দেবহাটা ব্যুরো ॥ দেবহাটার কামকাটিয়ায় বাড়িঘর পুড়িয়ে দেয়া ও ভাংচুরের ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলার বাদী হয়েছেন কামকাটিয়া গ্রামের মুক্তিযোদ্ধা ময়নদ্দীন ঢালীর ছেলে বাবর আলী (৩৮)। মামলার আসামীরা হলেন, ১। লিটন সরদার (৩৫), ২। লেলিন সরদার (৪০), উভয় পিতা- সামছুর সরদার, উভয় সাং-জগন্নাথপুর, থানা- দেবহাটা, জেলা- সাতক্ষীরা ৩। রায়হান সরদার (২৫), পিতা- সাইফুল সরদার, সাং-জগন্নাথপুর, থানা- দেবহাটা, জেলা- সাতক্ষীরা ৪। লিটন গাজী (৩৫), পিতা- আব্দুর রশিদ গাজী, সাং-সন্যাসীরচক,থানা-কালীগঞ্জ, ৫। মাসুদ (৪০), পিতা-মাহাবুব, থানা ও জেলা-সাতক্ষীরা, ৬। মহিউদ্দিন (২৮), পিতা- মুনসুর হাজী, সাং-খলিসাখালী,থানা-দেবহাটা, ৭। রুপা বেগম,(৩৫), স্বামী-মাসুদ, সাং-পুরাতন সাতক্ষীরা, থানা+জেলা- সাতক্ষীরা, সহ অজ্ঞাত নামা ৭/৮ জন। অভিযোগে তিনি জানান, আসামীরা তার দখলে থাকা বসতভিটা ও জমি দখলে নেয়ার পায়তারা করে আসছে। গত ইং- ২৫/০৭/১৯ তারিখ রাত্র অনুমান- ১১.৪৫ ঘটিকার সময় আসামীগন দেশীয় অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে তার পিতা মুক্তিযোদ্ধা ময়নুদ্দীন ঢালীর বাড়ীতে অনধিকার প্রবেশ করে ঘরবাড়ি ভেঙ্গে প্রায় ১৫,০০০/- টাকার ক্ষতিসাধন করে একটি ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে তার বাবাকে জায়গা জমি ও ঘর বাড়ি ছেড়ে অন্যত্র চলিয়া যেতে বলে। তারা এসময় বাধা দিলে আসামীরা তাদেরকে মারপিট করে। ঘরের বাক্সে তার পিতার সরকারী মুক্তিযোদ্ধা ভাতা থেকে গচ্ছিত নগদ ২০,০০০/- টাকা তারা নিয়ে নেয়। একপর্যায়ে আসামীরা তাদের বসত ঘরের চালে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। ঘটনাটি উল্লেখ করে তিনি দেবহাটা থানায় মামলা দায়ের করেছেন। মামলা নং-১১। পুলিশ আসামীদের গ্রেফতারে চেষ্টা চালাচ্ছে বলে জানা গেছে।
দেবহাটার ঘর পুড়িয়ে দেয়া ও ভাংচুরের ঘটনায় মামলা
পূর্ববর্তী পোস্ট