নিজস্ব প্রতিবেদক :
১৫ আগস্ট স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে শোকসভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে সাতক্ষীরা আওয়ামী বাস্তহারালীগের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জেলা বাস্তহারালীগের সভাপতি গোলাম রসুল।
সাধারণ সম্পাদক আবদুস সামাদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক এড. আজহার হোসেন। এসময় জাতির জনক বঙ্গবন্ধুর জীবন ও কর্মের উপর বিশেষ আলোচনা পূর্বক বক্তব্য রাখেন, ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম রনি, শওকত হোসেন, জেলা আওয়ামী বাস্তহারালীগের সহ-সভাপতি কাজী নাসির উদ্দীন, মহিজুর রহমান, জেলা ভূমিহীন সমিতির সভাপতি কওছার আলী, বাস্তহারালীগের যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম, ২নং ওয়ার্ড শ্রমিকলীগের সভাপতি বাবলু হাসান, হোসেন মাহমুদ ক্যাপটেন, সোহরাব হোসেন, মকবুল হোসেন, শহীদুল ইসলাম, শেখ হাফিজুর রহমান প্রমুখ। শোকসভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না। অথচ সেই মহান নেতাকে হত্যা করা হলো। যা বাঙালি জাতির জন্য একটি কলঙ্ক জনক ঘটনা। ওই দিন যারা বঙ্গবন্ধুসহ তার পরিবারের সদস্যদের হত্যা করেছে। তাদের উদ্দেশ্যে ছিলো বাংলাদেশকে হত্যা করা। তারাই পরবর্তীতে জননেত্রী শেখ হাসিনা কে হত্যার উদ্দেশ্যে ২১ আগস্টের মত ন্যাক্কার জনক ঘটনা ঘটিয়েছে। বঙ্গবন্ধুর বাকী খুনিদের অবিলম্বে দেশে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকর এবং ২১ আগস্ট গ্রেনেড হামলায় জড়িতের গ্রেফতার পূর্বক আইনের আওতায় আনার দাবি জানান বক্তারা। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন কামালনগর জামে মসজিদের ইমাম।
জেলা বাস্তহারালীগের আয়োজনে শোক দিবস পালন
পূর্ববর্তী পোস্ট