নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ প্রকৌশল বিশ^বিদ্যালয়ের (বুয়েট) ইলেকট্রিক ও ইলেকট্রিকাল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলার আসামি মো. শামীম বিল্লাহকে পুলিশ গ্রেপ্তার করেছে। শুক্রবার বিকেল তিনটার তিকে তাকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ভুরুলিয়া ইউনিয়নের দেউলিয়া গ্রামের খালু আক্তারুজ্জামানের বাড়ি থেকে গ্রেফতার করেছে ঢাকার গোয়েন্দা পুলিশ।
গ্রেপ্তারকৃত শামীম বিল্লাহ(২১) শ্যামনগর উপজেলার ইছাকুড় গ্রামের আমিনুর রহমান ওরফে বাবলু ড্রাইভারের ছেলে।
শ্যামনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আনিসুর রহমান মোল্লা জানান, শামীম বিল্লাহ বুয়েট নেভাল এন্ড আর্কিটেকচার বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। গত বুধবার সে ঢাকা থেকে পালিয়ে এসে দেউলিয়া গ্রামে তার খালু আক্তারুজ্জামানের বাড়িতে পালিয়ে থাকে। আবরার ফাহাত হত্যার ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গোপন খবরের ভিত্তিতে শুক্রবার বিকালে ঢাকা থেকে আসা ডিএমপির গোয়েন্দা পুলিশের একটি দল তাকে খালুর বাড়ি থেকে আটক করে। ।
আটকের পরপরই শামীম বিল্লাহকে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে বলে তিনি নিশ্চত করেন।
বুয়েট ছাত্র আবরার হত্যা মামলার আসামি গ্রেফতার সাতক্ষীরায়
পূর্ববর্তী পোস্ট