প্রেস বিজ্ঞপ্তি: সাতক্ষীরায় ৯০ দশকের সাবেক ছাত্রনেতা সমন্বয় কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ২৫ অক্টোবর সন্ধ্যা ৭ টায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। এজাজ আহম্মদ স্বপন এর সঞ্চালনায় উক্ত সভায় সভাপতিত্ব করেন সাবেক ছাত্রনেতা সমন্বয় কমিটির সভাপতি সাহিদ উদ্দীন।
সভায় ৯০ দশকের সাবেক ছাত্রলীগ নেতারা বলেন, জাতীয় পর্যায় থেকে শুরু করে তৃনমূল পর্যায় পর্যন্ত দলীয় সকল কার্মকা-ে পরীক্ষিত নেতা কর্মীদের মূল্যায়ন করার যে অভিযান পরিচালিত হচ্ছে এই বিষয়কে আমরা সাধুুবাদ জানাই। কেন্দ্রীয় সিদ্ধান্তের বাস্তবায়ন করার লক্ষ্যে আগামী ২৬ অক্টোবর শনিবার সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভায় সাবেক ছাত্রনেতাদের মধ্যে থেকে জেলা আওয়ামী লীগের সদস্য অন্তর্ভূক্তির বিষয় নিয়েও এ সময় আলোচনা হয়। এছাড়া দলে অনুপ্রবেশকারী হাইব্রিড নেতাদের চিহ্নিত ও তালিকা তৈরি করে কেন্দ্রে পাঠানের বিষয়ে সিদ্ধান্ত হয়। সর্বোপরি দেশের সার্বিক উন্নয়ন অগ্রযাত্রাকে অব্যাহত রাখা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য যা যা করার দরকার ৯০ দশকের ছাত্র নেতা সমন্বয় কমিটির সকল সদস্য তা করবে বলে জানানো হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জে এস ফাত্তাহ, সৈয়দ জিয়াউর রহমান বাচ্চু, মাহমুদ আলী সুমন, সাংবাদিক রামকৃঞ্চ চক্রবর্তী, শামছুজ্জামান জুয়েল, রাশেদুজ্জামান রাশি, মীর মোস্তাক আলী, সাংবাদিক আনিসুর রহমান, শফিউদ্দীন, মহিউদ্দীন, মিকাঈল হোসেন, এ বি এম রাশেদ সরোয়ার, মোস্তাফিজুর রহমান, সারোয়ার হোসেন, শাহিন সরদার, আলাউদ্দীন আহম্মদ, কাজী ফারুক, আনিছুর রহমান, সুষান্ত ম-ল, জাহাঙ্গীর আলম, রাকিবুল ইসলাম রানা, তৌহিদুর রহমানসহ অনেকে।
সাতক্ষীরায় সাবেক ছাত্রনেতা সমন্বয় কমিটির বৈঠক
পূর্ববর্তী পোস্ট