কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি’র সাক্কু জয়ীকুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক) নির্বাচনে ১০৩ ভোটকেন্দ্রের মধ্যে ১০১টি কেন্দ্রে ৬৮ হাজার ৭৯০ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপি প্রার্থী মনিরুল হক সাক্কু।
আর তার নিকটতম আওয়ামী লীগের প্রার্থী আঞ্জুম সুলতানা সীমা পেয়েছেন ৫৮ হাজার ২৬১ ভোট। একটি সূত্র থেকে এ তথ্য পাওয়া যায়। এদিকে ১০৩টি ভোটকেন্দ্রের মধ্যে জাল ভোট দেওয়ার অভিযোগে দুটি স্থগিত করেছে নির্বাচন কমিশন।
বৃহস্পতিবার (৩০ মার্চ) সকাল ৮টা থেকে এ ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত। জাল ভোট, বিএনপি প্রার্থীর এজেন্টদের বের করে দেয়াসহ নানা অনিয়মের অভিযোগের মধ্য দিয়ে কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক) নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।