সাতক্ষীরা জেলা ওয়ার্কার্স পার্টির সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৩টায় অস্থায়ী কার্যালয়ে এড. মুস্তফা লুৎফুল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সাধারণ সম্পাদক এড. ফাহিমুল হক কিসলুর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, উপাধ্যক্ষ মহিবুল্লাহ মোড়ল, অধ্যাপক সাবীর হোসেন, উপাধ্যক্ষ ময়নুল হাসান, প্রকৌশলী আবেদুর রহমান, স্বপন কুমার শীল, সদস্য বীরমুক্তিযোদ্ধা আব্দুর রউফ, প্রভাষক সরদার রফিকুল ইসলাম, আব্দুল জলিল মোড়ল, নাসরীন খান লিপি, অজিত কুমার রাজবংশী, মফিজুল হক জাহাঙ্গীর, নির্মল কুমার সরকার, অধ্যক্ষ শিব পদ গাইন, প্রভাষক হিরন্ময় মন্ডল প্রমুখ।
সভায় ধান ক্রয়ের ক্ষেত্রে সরকারের নীতিমালা অনুযায়ী প্রকৃত কৃষকদের কাছ থেকে ক্রয় করতে হবে। এখানে মধ্যস্বত্বভোগী দালালরা কোনভাবেই সুযোগ নিতে না পারে। সে বিষয়ে প্রশাসনসহ সংশ্লিষ্ট বিভাগের হস্তক্ষেপ কামনা করা হয়। এছাড়া বাজারের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখা এবং গুজব সৃষ্টির মাধ্যমে বাজারকে অস্থিতিশীলকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের দৃষ্টি আকর্ষন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি
সাতক্ষীরা জেলা ওয়ার্কার্স পার্টির সভা
পূর্ববর্তী পোস্ট