জি.এম আবুল হোসাইন : জাতিসংঘের শিশু অধিকার সনদের ৩০ বছর পূর্তি উপলক্ষ্যে জেনেভা সম্মেলনে বাংলাদেশের একমাত্র শিশু প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ করে সফলভাবে ফিরে এসে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মাসুদ রানা (১৭)। সে সাতক্ষীরা সদর উপজেলার শাল্যে মাছখোলা গ্রামের মন্টু রহমানের ছেলে। ১৬ থেকে ২১ নভেম্বর ২০১৯ তারিখে অনুষ্ঠিত জাতিসংঘ শিশু অধিকার সনদের ৩০ বছর পূর্তি উপলক্ষে জেনেভা সম্মেলনে বাংলাদেশের একমাত্র শিশু প্রতিনিধি হিসেবে সফলভাবে অংশগ্রহণ করেছে।
সে বেসরকারি সংস্থা সেভ দ্য চিলড্রেন’র সহযোগিতায় ব্রেকিং দ্য সাইলেন্স’র বাস্তবায়নে ২০১৪ সালে শিশু ফোরামে যুক্ত হয়।
শিশু অধিকার বাস্তবায়ন, বাল্যবিবাহ প্রতিরোধ, শিশুর যৌন হয়রানি বন্ধে প্রচারণা, এলাকায় শিশু অধিকার পরিস্থিতি মনিটরিং করে শিশু কেন্দ্রিক সমস্যাগুলো ইউনিয়ন পরিষদের মাধ্যমে সমাধানে ভূমিকা রাখা এবং শিশুদের নিরাপত্তা ও অধিকার বাস্তবায়নে কাজ করছে।
মাসুদ রানা ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, ব্রেকিং দ্য সাইলেন্স ও সেভ দ্য চিলড্রেন এর সাথে যুক্ত সকলকে। এছাড়া সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নের সকল শিশু ফোরামের সদস্য, সকল ওয়ার্ড মেম্বর, ইউপি সচিব, ইউপি চেয়ারম্যান মো: শহিদুল ইসলাম, সদর উপজেলা ইয়ুথ ফোরাম, দিবা-নৈশ্য কলেজের অধ্যক্ষ, সাতক্ষীরা সদর উপজেলার সাবেক উপজেলা নির্বাহী অফিসার শাহ আবদুল সাদী, তহমিনা খাতুন, বর্তমান উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু, জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম, জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল, জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবিসহ সকল শুভাকাংখীকে