দেবহাটা ব্যুরো : দেবহাটায় ভ্রাম্যমাণ আদালতে ৩ পাখি শিকারীকে দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীন সাজা প্রদান করেছেন। সোমবার সকাল সাড়ে ১১ টার দিকে ইউএনও সাজিয়া আফরীন উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরের সামনে ৩ পাখি শিকারী উপজেলার নাংলা গ্রামের শহিদুল ইসলামের ২ ছেলে আল আমিন (২৫) ও আলাউদ্দিন (২২) এবং একই গ্রামের আনোয়ার গাজীর ছেলে আবুল কালাম আজাদ (২৪) কে প্রত্যেককে ৩ হাজার টাকা করে মোট ৯ হাজার টাকা জরিমানা আদায় করেন। এছাড়া তাদের ব্যবহার করা ইয়ার গানটি জব্দ করার জন্য ইউএনও নির্দেশ দেন। সোমবার সকালে ঐ ৩ পাখি শিকারীকে উপজেলার বসন্তপুর এলাকা থেকে দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহার নির্দেশক্রমে থানার এসআই আসিফ মাহমুদ ও এএসআই ইমামুল ইসলাম ইয়ার গানসহ পাখি শিকার করার সময় আটক করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীন জানান, আটককৃতদেরকে বন্য প্রানী সংরক্ষন আইন ২০১২ এর ৩৬ ধারার বিধান মতে জরিমানা আদায় ও তাদের ব্যবহ্নত ইয়ার গানটি জব্দ করার নির্দেশনা প্রদান করা হয়েছে।