প্রস্তুতি শেষ৷ শুধু রাষ্ট্রপ্রধান কিম জং উনের নির্দেশের অপেক্ষা৷ তারপরেই ষষ্ঠবার পরমাণু বিস্ফোরণ ঘটাতে চলেছে উত্তর কোরিয়া৷ ধারণা করা হচ্ছে, আগামী শনিবার ফের পারমাণবিক বিস্ফোরণ ঘটাবে এই দেশ৷ ঘটনাচক্রে শনিবার (১৫ এপ্রিল) কিম উনের পিতামহ অর্থাৎ উত্তর কোরিয়ার প্রথম একনায়ক শাসক কিম ইল সুং জন্মেছিলেন৷ তাঁর ১০৫ তম জন্মদিনটি সে দেশে ‘সূর্য দিবস’ হিসেবে পালিত হবে৷
কিম পরিবারের হাতের মুঠোয় থাকা উত্তর কোরিয়ায় এখন সাজো সাজো রব৷ উত্তর কোরিয়ার সরকার নিয়ন্ত্রিত সংবাদ সংস্থা কেসিএনএ জানাচ্ছে, সূর্য দিবস উপলক্ষে রাজধানী পিয়ং ইয়ং শহরে দুশো বিদেশি সাংবাদিক এসেছেন। সরকারের তরফে তাঁদের ‘বড় ধরণের ঘটনা’ ঘটবে বলে বার্তা দেওয়া হয়েছে৷
এরপরই বিশ্বজুড়ে আলোড়ন৷ যুদ্ধংদেহী শাসক কিম জং উনের কাছে থেকে বড় ধরণের বার্তা মানেই সামরিক হুমকি৷ ফলে পরমাণু বিস্ফোরণের সম্ভাবনা প্রবল হয়ে উঠছে৷ সম্প্রতি পরমাণু হামলার ইঙ্গিত দিয়েছেন একনায়ক কিম জং উন৷
কোরীয় উপসাগরে মার্কিন রণতরীর প্রবেশ করার খবর পেয়েই ভয়ঙ্কর যুদ্ধের হুমকি দিয়েছিলেন উত্তর কোরিয়ার একনায়ক শাসক৷ বলেছিলেন, আমেরিকা যেমন চায় সেরকম যুদ্ধ করা হবে৷ সেই বার্তায় দুনিয়া জুড়ে হই হই পড়েছে ৷
রাষ্ট্র সংঘ নিষেধাজ্ঞা উপেক্ষা করে আগে পাঁচ দফা পরমাণু বোমা পরীক্ষা করেছে উত্তর কোরিয়া।