নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা শহরের কদমতলা রিপোর্টার্স ক্লাবের ৪র্থ তম বর্ষপূর্তি উপলক্ষে ফ্রি চক্ষু ক্যাম্প ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় কদমতলা রিপোর্টাস ক্লাবের আয়োজনে কদমতলা বাজারে হাসান মার্কেটের ২য় তলায় কেককাটা, আলোচনা সভা, সম্মাননা প্রদান ও ফ্রি ক্যাম্প অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কদমতলা রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সেলিম হোসেন।
সাংবাদিক এম. বেলাল হোসাইনের সঞ্চলনায় প্রধান অতিথি হিসেবে কেক কাটেন ও বক্তব্য রাখেন জেলা আওয়ামালীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ নজরুল ইসলাম।
প্রধান অতিথি নজরুল ইসলাম বলেন সাংবাদিকরা সমাজের দর্পন, সাংবাদিকরা অবহেলিত অসহায় মানুষের পাশে দাঁড়ায়। কদমতলা রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকরা বিভিন্ন সময়ে সরকারী নানা কর্মসুচি পালনসহ সামাজিক কর্মকান্ড কাজ করে থাকেন। সাংবাদিকদের কলমের লেখনের মাধ্যমে দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক ও চোরাচালান প্রতিরোধ করা সম্ভব হয়। তছাড়াও যে দলের লোক হোক বর্তমান সরকার দুনীতি, সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক ও চোরাচালানের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছেন এবং তাদেরকে আইনের আওতায় নিয়ে আসছেন বর্তমান সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের স্বার্থে দেশ পরিচালনা করে না, তিনি দেশ ও জনগণের কল্যাণে দেশ পরিচালনা করে যাচ্ছে, শেখ হাসিনা চিকিৎসা খাতে সহ দেশে ব্যাপক উন্নয়ন করেছেন এমনকি সমৃদ্ধি অগ্রযাত্রা উন্নয়নের দেশ গড়তে উন্নয়নের অব্যহত রেখেছেন শেখ হাসিনা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আগরদাড়ী ইউপি চেয়ারম্যান মজনুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন আদ্ দ্বীন ওয়েল ফেয়ার এর এজিএম ফারুক হানান, আদ্ দ্বীন ওয়েল ফেয়ার এর কর্মকর্তা আনোয়ার হোসেন, জেলা বঙ্গবন্ধু পেশাজীবী ফোরামের সভাপতি আব্দুল আলিম, সাংবাদিক বশির উদ্দীন, আগরদাড়ী ৭নং ওয়ার্ডের মেম্বর প্রার্থী আব্দুল কদ্দুস, কদমতলার ব্যবসায়ী রবিউল ইসলাম, কদমতলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক জিললুর রহমান, সহ-সভাপতি এসএম হেলাল উদ্দীন, যুগ্ন সম্পাদক আশিষ কুমার দাস, অর্থ সম্পাদক ডাঃ প্রভাষক ইকরামুল কবর ,সাংগঠনিক সম্পাদক তৌহিদুর রহমান লিটু, সদস্য জাহাঙ্গীর আলম, গোলাম রসুল, জাফর মাস্টার প্রমূখ।
এ সময় কদমতলা রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে প্রধান অতিথি নজরুল ইসলামকে ক্রেস্ট সম্মাননা প্রদান করা হয় ও আদ্ দ্বীন আকিজ মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগিতায় ফ্রি চক্ষু ছানিপড়া রোগীদের অপরেশন ক্যাম্প করা হয়। চক্ষু রোগী দেখেন আদ্ দ্বীন আকিজ মেডিকেল কলেজ হাসপাতালের ডাঃ ইসতিয়াক আহমেদ।
পূর্ববর্তী পোস্ট