আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বৃক্ষ রোপন করলেন উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ সুদেষ্ণা সরকার। এসময় উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ডাঃ দীপন বিশ্বাস, প্রধান সহকারী রোকনুজ্জামান মিলন, স্বাস্থ্য সহকারী মোক্তারুজ্জামান স্বপন প্রমুখ। সদ্য যোগদানকৃত এই স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা হাসপাতালের রোগীদের সেবা, প্রসুতিদের সিজার করা সহ সৌন্দর্য বৃদ্ধির জন্য নানা রকম পদক্ষেপ গ্রহণ করেছেন। তিনি রোগীদের একজন সেবক হিসাবে তার সহকর্মীদের নিয়ে নিরলসভাবে কাজ করে চলেছেন। রোগী ও দর্শনার্থীরা হাসপাতালে এসে সেবা নেয়ার পাশাপাশি যাতে মনোমুগ্ধকর নির্মল পরিচ্ছন্ন পরিবেশ পায় তার জন্য তিনি বিভিন্ন প্রজাতির ফুলের গাছ রোপন করেছেন। এতে করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এক নতুন সৌন্দর্যের রূপ ধারন করেছেন। এব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তার ডাঃ সুদেষ্ণা সরকারের কাছে জানতে চাইলে তিনি বলেন আমি গত ২৫/০১/২০২০ইং তারিখের পর থেকে এপর্যন্ত ৫ জন প্রসুতির সফল সিজার সম্পন্ন করেছি। রোগীরা এসে যাহাতে দ্রæত সেবা নিতে পারে তার জন্য আমি ও আমার চিকিৎসকরা সর্বদা সচেষ্ট। জরুরী বিভাগে রোগীদের সেবা দেওয়ার জন্য ২৪ ঘন্টা ডিউটির ব্যবস্থা করেছি। আমি চাই সেবা নেওয়ার পাশাপাশি যাহাতে সৌন্দর্য উপভোগ করতে পারে তার জন্য ফলজ বৃক্ষ রোপন করেছি। আমি সুন্দরভাবে কাজ করার জন্য উপজেলার সকলের সহযোগিতা কামনা করছি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবা নিতে আসা রোগীদের সাথে কথা হলে তারা জানান-বর্তমান হাসপাতালে সেবার মান যথেষ্ট বৃদ্ধি পেয়েছে ও চার পাশের পরিবেশ দেখে আমরা অত্যান্ত খুশি।
পূর্ববর্তী পোস্ট