আশাশুনি ব্যুরো : আশাশুনিতে ৩দিন ব্যাপী উন্নয়নমূলক প্রকল্প তদারকি, কাজের মান উন্নয়ন ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সোমবার বেলা ১১টায় আশাশুনি এতিম ছেলেমেয়েদের জন্য কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এবিএম মোস্তাকিম। উপজেলা এলজিইডি কর্মকর্তা আক্তার হোসেনের সঞ্চালনা এসময় উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সাংবাদিক অসিত বলুন চক্রবর্তী, উপজেলা ডেভেলপমেন্ট অফিসার লেবু বিশ্বাস, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, বুধহাটা ইউপি চেয়ারম্যান ইঞ্জিঃ আ ব ম মোছাদ্দেক, শোভনালী ইউপি চেয়ারম্যান ম. মোনায়েম হোসেন, কাদাকাটি ইউপি চেয়ারম্যান দীপঙ্কর সরকার দ্বীপ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, ঠিকাদারবৃন্দ, জনপ্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে উপজেলা পরিষদ চেয়ারম্যান এবিএম মোস্তাকিম বলেন, সরকারি কর্মকর্তাদের পাশাপাশি আমাদের সাধারণ জনগণকেও রাস্তা, কালভাট, ব্রিজসহ সরকারের উন্নয়নমূলক বিভিন্ন কর্মকান্ড বুঝে নেয়া উচিত। এলাকা ভিত্তিক উন্নয়ন কর্মকান্ড গুলো ওই এলাকার সাধারন জনগনরাই বেশি ব্যবহার করবে এবং সেগুলো ক্ষতিগ্ৰস্হ হলে তারাই বেশি বিপদে পড়বে। তাই এসব ক্ষেত্রে আমাদের সাধারন জনগনকে দায়িত্ব এড়িয়ে গেলে চলবে না।
পূর্ববর্তী পোস্ট