আশাশুনি ব্যুরো: “ভোটার হব, ভোট দেব” স্লোগানকে সামনে রেখে আশাশুনিতে বর্ণাট্য আয়োজনের জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে সোমবার সকাল ১০টায় আশাশুনি উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিসের আয়োজনে উপজেলা চত্বরের থেকে র্যালি বের হয়ে সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আশাশুনি উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এবিএম মোস্তাকিম। এসময় বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সাংবাদিক অসীম বরুণ চক্রবর্তী, উপজেলা নির্বাচন অফিসার সাইফুর রহমান, আশাশুনি সরকারি কলেজের অধ্যক্ষ ডঃ মিজানুর রহমান, প্রভাষক মোখলেছুর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, উপজেলা সমবায় অফিসার কারিমুল হক, আশাশুনি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও আশাশুনি রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু, উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক রণজিত কুমার বৈদ্য প্রমুখ। আলোচনা সভায় বক্তারা নতুন ভোটার হওয়ার প্রয়োজনীয়তা এবং ভোটাধিকার প্রয়োগের গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন।
পূর্ববর্তী পোস্ট