দেশের খবর: জামালপুরে ত্রাণের দাবিতে মনববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন লকডাউনে কর্মহীন হয়ে পড়া নিম্ন আয়ের মানুষেরা। সোমবার দুপুর ১২টা থেকে জামালপুর পৌর শহরের রশিদপুর এলাকায় ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের নিম্ন আয়ের কর্মহীন তিন শতাধিক মানুষ অংশ নেয়। এ সময় বক্তব্য রাখেন স্থানীয় বাসিন্দা শহিদুল ইসলাম, আব্দুল খালেক, বজলুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, করোনাভাইরাসের কারণে তিন সপ্তাহ ধরে কর্মহীন অবস্থায় তারা ঘরে রয়েছেন। এই সময়ের মধ্যে স্থানীয় জনপ্রতিনিধিরা তাদের কোন প্রকার ত্রাণ সহায়তা না করায়, পরিবার নিয়ে অনাহারে দিনযাপন করছেন।
পরে জেলা প্রশাসন ও পৌর মেয়র ঘটনাস্থলে গিয়ে ত্রাণ সহায়তা দেওয়ার আশ্বাস দিলে তারা ঘরে ফিরে যান।
এ সময় জামালপুর পৌরসভার মেয়র জানান, ত্রাণ সহায়তা সবাইকেই করা হচ্ছে, তবে সবাইকে একটু ধৈর্য ধরতে হবে। স্থানীয় কাউন্সিলরকে একদিনের মধ্যে নিম্ন আয়ের মানুষের তালিকা করতে বলেছি, তালিকা ধরে সবার ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দেওয়া হবে, কেউ না খেয়ে থাকবেনা।