নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা শহরের ইটাগাছায় তুচ্ছ ঘটনায় স্বামী-স্ত্রী পিটিয়ে উল্টো মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি ও খুন জখমের হুমকির অভিযোগ উঠেছে। এঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে সাতক্ষীরা সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, দুই পরিবারের শিশুদের মধ্যকার বিরোধ নিয়ে গত ২৩ মে শনিবার ইটগাছা গ্রামের আনার সরদারের পুত্র বাবুল, কালাম সরদার, বাবু, বাবুর পুত্র রাজু, কালামের স্ত্রী রেহেনা, মোহাম্মদ আলীর পুত্র সাব্বিরসহ কয়েকজন ব্যক্তি একই গ্রামের সোহাগ হোসেন স্ত্রী হাসনা হেনা কে বেধড়ক মারপিট করতে থাকে। একপর্যায়ে তারা হাসনা হেনার কাপড় চোপড় টানাচেড়া করে শ্লীলতা হানির চেষ্টা করে। এসময় সোহাগ হোসেন বাধা দিতে গেলে হামলাকারীরা সোহাগ হোসেনকেও মারপিট করে গুরুতর আহত করে। অথচ উল্লেখিত ব্যক্তিরা নিজেদের অপরাধ ঢাকতে উল্টো মিথ্যা মামলায় জাড়িয়ে হয়রানি ও খুন জখমের হুমকি ধামকি প্রদর্শন করে যাচ্ছে। এঘটনায় ভুক্তভোগী সোহাগ হোসেন প্রতিকার চেয়ে সাতক্ষীরা সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ভুক্তভোগী সোহাগ হোসেন অভিযোগ করে বলেন, সেখানে আমার কোন আতœীয় স্বজন না থাকায় উল্লেখিত ব্যক্তিরা পেশী শক্তির বলে দীর্ঘদিন ধরে আমাদের নানাভাবে হয়রানি করে যাচ্ছে। তিনি উক্ত হামলাকারী বাবুল গংদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপারের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
পূর্ববর্তী পোস্ট