দেশের খবর: সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগের অতিরিক্ত ১৮ বিচারপতিকে স্থায়ী নিয়োগ দিয়েছে সরকার। রাষ্ট্রপতির অনুমোদনক্রমে শুক্রবার রাতে আইনমন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। অবিলম্বে শপথ গ্রহণের মধ্যে দিয়ে তাদের এ নিয়োগ কার্যকর হবে।
স্থায়ী নিয়োগপ্রাপ্তরা হলেন, বিচারপতি মো. আবু আহমাদ জমাদার, বিচারপতি এস এম আব্দুল মবিন, বিচারপতি মোস্তাফিজুর রহমান, বিচারপতি কামরুল ইসলাম মোল্লা, বিচারপতি এসএম কুদ্দুস জামান, বিচারপতি মো. আতোয়ার রহমান, বিচারপতি ফাতেমা নজীব, বিচারপতি খিজির হায়াত লিজু, বিচারপতি শশাংক শেখর সরকার, বিচারপতি মোহাম্মদ আলী, বিচারপতি মহি উদ্দিন শামীম, বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খান, বিচারপতি মো. খায়রুল আলম, বিচারপতি আহমদ সোহেল, বিচারপতি এস এম মনিরুজ্জামান, বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামান, বিচারপতি সরদার মো. বিচারপতি রাশেদ জাহাঙ্গীর ও বিচারপতি ড. কে এম হাফিজুল আলম।
২০১৮ সালের ৩০ মে সংবিধানের ৯৮ অনুচ্ছেদ অনুযায়ী দুই বছরের জন্য তাদেরকে অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
স্থায়ী এ নিয়োগের বিষয়ে রাষ্ট্রপতির অনুমোদনের পর ১৮ বিচারপতির তালিকা শুক্রবার রাতে সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ে পাঠায় আইন মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ড. রেজাউল করিম সমকালকে এ তথ্য নিশ্চিত করেছেন।