শ্যামনগর প্রতিনিধি ঃ শ্যামনগরের পৈত্রিক ও খরিদা বাস্তু ভিটা জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের আক্রমনে ১ সন্তানের জননী মরিয়ম খাতুন (২৫) মারাত্বক আহত হয়ে শ্যামনগর হাসপাতালে চিকিৎসাধীন। বাদঘাটা গ্রামের মৃত আক্কাজ আলীর পুত্র জাকির হোসেন থানায় দাখিলকৃত অভিযোগে জানান, গত শনিবার (৩০মে) আনুঃ বিকাল ৫ টার দিকে একই গ্রামের মকবুল হোসেনের স্ত্রী নাজমা খাতুন পরিকল্পিতভাবে অবৈধভাবে লাভ ও লোভের বশবর্তী হয়ে জাকির হোসেন ভিটায় প্রবেশ করে ড্রেন কেটে পানি সরবরাহ কে কেন্দ্র করে বিরোধ বাঁধে। এসময় নাজমা খাতুন অপর অপর ব্যক্তিদের নিয়ে জাকির হোসেনের বাড়ি টিউবওয়েল, ঘরের সিড়ি ও রান্নাঘর ভেঙ্গে দিয়ে পাঁকা প্রাচীর নির্মান করার চক্রান্তে অপচেষ্টায় লিপ্ত। বাড়ীর জমি দখল করতে অপচেষ্টায় জাকিরের স্ত্রী ১ সন্তানের জননী মরিয়ম খাতুন (২৫) তার প্রতিবাদ করায় কথা কাটাকাটির এক পর্যায়ে নাজমা খাতুন কোদাল দিয়ে মরিয়মের মাথায় আঘাত করে। আঘাতে মরিয়মের মাথায় গুরুতর রক্তাক্ত জখম করে। এসময় নাজমা খাতুন সজোরে মরিয়মকে মারপিট ও শারিরীকভাবে নানাবিধ নির্যাতন করে। স্থানীয়রা মরিয়মকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে শ্যামনগর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে। এদিকে জাকির হোসেন আরও জানান, তার প্রতিবেশি নাজমা দুরন্ত প্রকৃতির হওয়ায় তার অত্যাচারে তিনি ও তার পরিবার নানান হুমকির মুখে। এ ঘটনায় শ্যামনগর থানা পুলিশ কর্মকর্তা হাবিব জানান, অভিযোগের আলোকে তদন্তে সত্যতা পাওয়ায় আইনী প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান।
পূর্ববর্তী পোস্ট