বিদেশের খবর: ভারতে করোনাভাইরাসের দাপট ক্রমেই বাড়ছে। সপ্তাহখানেক ধরে প্রতিদিনই চলছে সর্বোচ্চ আক্রান্ত-মৃত্যুর রেকর্ড ভাঙ্গা-গড়ার খেলা। সেই ধারা অব্যাহত আছে আজও। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনা রোগী শনাক্ত হয়েছেন প্রায় ১০ হাজার, মারা গেছেন তিনশ’র কাছাকাছি।
শুক্রবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন ৯ হাজার ৮৫১ জন, যা এখন পর্যন্ত একদিনে রোগী শনাক্তের রেকর্ড। এ নিয়ে সেখানে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ২৬ হাজার ৭৭০ জন।
ভারতে গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ২৭৩ জন। ফলে সেখানে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৬ হাজার ৩৪৮।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ভারতে করোনায় আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ৯ হাজার ৪৬১ জন। ফলে সেখানে করোনায় সুস্থতার হার দাঁড়িয়েছে ৪৮ দশমিক ২৭ শতাংশ।
ভারতে করোনা সংক্রমণের কেন্দ্রে রয়েছে মহারাষ্ট্র, গুজরাট, তামিলনাডু ও দিল্লি ৷ সরকারি হিসাবে মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ৭৭ হাজার ৭৯৩ জন, মারা গেছেন ২ হাজার ৭১০ জন৷ তামিলনাড়ুতে আক্রান্ত ২৭ হাজার ২৫৬, মৃত্যু ২২০ জনের। দিল্লিতে আক্রান্ত ২৫ হাজার ৪ জন, মারা গেছেন ৬৫০ জন। গুজরাটে আক্রান্তের সংখ্যা ১৮ হাজার ৫৮৪ এবং মৃত্যু হয়েছে ১ হাজার ১৫৫ জনের।
এশিয়ার মধ্যে করোনায় আক্রান্তের সংখ্যায় সবার শীর্ষে এবং বিশ্বের মধ্যে সপ্তম স্থানে রয়েছে ভারত। যে হারে সেখানে সংক্রমণ বাড়ছে তাতে আর একদিনের মধ্যেই আক্রান্তের সংখ্যায় ইতালিকেও ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।