ডেস্ক রিপোর্ট : বল কুড়াতে গিয়েছিল ছেলেটি। দেখল গাছের গোড়ায় দামি একটি মোবাইল ফোন। নিল ঠিকই, কিন্তু জমা দিল স্কুলশিক্ষককে। পরে প্রকৃত মালিকের কাছে মোবাইল ফোনটি পৌঁঁছিয়ে দেন স্কুলশিক্ষক। ছেলেটি মোঃ বিল্লাল গাজী। সাতক্ষীরার তালা উপজেলার সবুজ শিক্ষা নিকেতনের ৫ম শ্রেণির ছাত্র। পিতাঃ মোঃ মফিজুল গাজী।
ছেলেটির এমন বিরল দৃষ্টান্তের কারণে “সততার পুরস্কার” দিলো জেলা প্রশাসন, সাতক্ষীরা। আজ ৩০ এপ্রিল, রোববার বিকালে নিজ অফিস কক্ষে ছেলেটির হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক আবুল কাশেম মোঃ মহিউদ্দিন । এ সময় তালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফরিদ হোসেন ও ছেলেটির পরিবারবর্গসহ সদর উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মাদ নূর হোসেন সজল উপস্থিত ছিলেন।
পরে তাকে একটি সনদপত্র প্রদান করা হবে বলে জানিয়েছেন সাতক্ষীরার নেজারত ডেপুটি ম্যাজিস্ট্রেট মো: আবু সাঈদ ।
পূর্ববর্তী পোস্ট