তরিকুল ইসলাম লাভলু : কালিগঞ্জ উপজেলার নলতার ইন্দ্রনগর হুসাইনাবাদ সিদ্দিকীয় ফাজিল মাদ্রসার অফিস কক্ষের তালা ভেঙ্গে চুরির ঘটনা ঘটেছে। সোমবার রাতে এই চুরির ঘটনা ঘটে। চুরির ঘটনায় মাদ্রাসায় ব্যবহৃত ডেস্কটপ কম্পিউটার, ল্যাপটপ, নগদ টাকা সহ প্রয়োজনীয় দামী জিনিসপত্র না নিয়ে ইন্টারেনেটের কাজে ব্যবহৃত খুব স্বল্পমূল্যের একটি রাউডার নিয়ে যায় চোর দল। তবে চোরের দল মাদ্রাসার গুরুত্বপুর্ণ তথ্যাদির কাগজপত্রের আলমারীর তালা খোলার চেষ্টা করে ব্যর্থ হয়। ঘটনায় সোমবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন মীরসরাই থানা পুলিশ ।
মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম জানান, সোমবার রাতে মাদরাসা অফিসের দরজার তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে চোরের দল। এরপর মাদ্রাসায় ব্যবহৃত ডেস্কটপ কম্পিউটার, ল্যাপটপ, নগদ টাকা সহ প্রয়োজনীয় দামী জিনিসপত্র না নিয়ে ইন্টারেনেটের কাজে ব্যবহৃত খুব স্বল্পমূল্যের একটি রাউডার নিয়ে যায় চোর দল। সকালে আমি খবর পেয়ে মাদ্রাসায় গিয়ে অফিসের ভিতরে প্রবেশ করে সব জিনিসপত্র চেক করার সময় মাদ্রাসার গুরুত্বপূর্ণ কাগজপাত্রের আলমারীর তালা খোলার সময় চোরের দলের তালা খোলার ব্যর্থ চেষ্টার কারণে তালা খুলতে আমি দীর্ঘক্ষণ জটিলতায় পড়ি।
কালিগঞ্জ থানার এস আই এমদাদ বলেন, ইন্দ্রনগর মাদ্রাসায় চুরির ঘটনায় আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। মাদ্রাসার অফিসের দামি জিনিসপত্র থাকা সত্বেও চোরের দল স্বপ্লমূল্যের রাউডার ছাড়া অন্য কোন মালামাল নিয়ে যায়নি। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
পূর্ববর্তী পোস্ট