নিজস্ব প্রতিনিধি : সদরের শিবপুরে জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে সংখ্যালঘু সম্প্রদায়ের পিতা পুত্রকে মারপিটের ঘটনা ঘটেছে। এঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে সাতক্ষীরা সদর থানাসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, জমি জমা সংক্রান্ত বিষয়ে শিবপুর এলাকার মৃত. হেমন্ত কুমারের পুত্র বসন্ত সরকারের সাথে মাহমুদপুর এলাকার মৃত জনাব আলীর পুত্র জিয়ান আলী, রাজাপুর (শিবপুর) এলাকার হাসান আলী গংয়ের সাথে বিরোধ চলে আসছিল। এর জের ধরে গত ১৮ জুলাই ২০২০ তারিখে সকাল ৯টার দিকে বাড়িতে এসে গালিগালাজ করে। এতে বাধা দিতে গেলে উল্লেখিত ব্যক্তিরা বসন্ত সরকারকে মারপিট করতে থাকে। একপর্যায়ে তার পুত্র উজ্জ্বল সরকার এগিয়ে আসলে তাকেও মারপিট করে গুরুতর আহত করে। এতে বসন্ত কুমার ও তার পুত্র উজ্জ্বল কে পিটিয়ে মারাত্মক আহত করে। তাদের ডাক চিৎকারে স্থানীয় এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে। এঘটনায় ভুক্তভোগী বসন্ত সরকার দোষীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়েছেন।
পূর্ববর্তী পোস্ট