বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক (২০১৭-১৮) নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ শুক্রবার। নির্বাচনে অংশ নিচ্ছে তিনটি প্যানেল। প্যানেল তিনটি হলো ওমর সানি-অমিত হাসান, মিশা সওদাগর-জায়েদ খান এবং ড্যানি সিডাক-ইলিয়াস কোবরা।
সভাপতি প্রার্থী ওমর সানি বলেন, ‘অনিয়ম বন্ধের জন্য কাজ করতে চাই। শিল্পীদের সম্মানজনক অবস্থানে নিয়ে যেতে চাই। দুঃস্থ শিল্পীদের অর্থ সহায়তা হিসেবে দেওয়া হবে। যৌথ প্রযোজনার ছবিগুলো সঠিক নিয়ম মেনে তৈরি করা হচ্ছে কি না, সেটি পর্যবেক্ষণ করতে চাই। এর জন্য অনুরোধ করছি আমাদের প্যানেলকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য।’
সভাপতি প্রার্থী মিশা সওদাগর বলেন, ‘ব্যাংকে এক কোটি টাকার স্থায়ী আমানত করব। সেখান থেকে পাওয়া অর্থ দিয়ে শিল্পীদের নামে জীবনবীমা করা হবে। এমন একটি উপদেষ্টামন্ডলী গঠন করা হবে, যারা নজির সৃষ্টি করার মতো কাজ করবেন।’
ড্যানি সিডাক বলেন, ‘আমাদের প্যানেল জয়ী হলে শিল্পীদের আবাসনের জন্য শিল্পীপল্লী তৈরি করব। তাদের সুস্বাস্থ্য, সুচিকিৎসা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করব। প্রবীণ শিল্পীদের জন্য মাসিক ভাতার ব্যবস্থা করব। সমিতির নিজস্ব কার্যালয় স্থাপন ছাড়াও চলচ্চিত্রের মান উন্নয়নে একটি নীতিমালা প্রস্তুত করব।’
এবার নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন মনতাজুর রহমান আকবর। সহকারী নির্বাচন কমিশনার হিসেবে থাকছেন নাজমূল হুদা মিন্টু ও পীরজাদা শহীদুল হারুন।
নির্বাচন কমিশন থেকে পাওয়া তথ্য অনুযায়ী, তিন প্যানেল থেকে মোট ৫৭ জন প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন। মোট ভোটারের সংখ্যা ৬২৪ জন। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ।