নিজস্ব প্রতিনিধি : ১৬ আগস্ট ২০২০ তারিখ রোজ রবিবার সাতক্ষীরা পৌরসভার ওয়াস ব্যবসায়ী সমবায় সমিতির সদস্যদের যমুনা ড্রিংকিং ওয়াটার কেন্দ্র, রাজারবাগান কলেজ রোড, সাতক্ষীরাতে নেটওয়ার্কিং সভার আয়োজন করা হয়। স্যানিটেশন ব্যবসায়ী শেখ হাবিবুর রহমান রিন্টুর সভাপতিত্বে ও সেক্রেটারী সমিত ঘোষ’র পরিচালনায় অনুষ্ঠেয় সভায় ব্যবসায়ীদের মধ্যে অফিস স্থাপন, ব্যাংক হিসাব খোলা ও সদস্য বাড়ানো বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যবসায়ী মোঃ সাইদুর রহমান, ফরিদা খাতুন, পবিত্র, মোঃ শাহিনুর রহমান, উত্তম সরকারসহ অন্যান্য। ব্যবসায়ীদের নিয়ে সংগঠনকে শক্তিশালী করণ ও অগ্রগতি বিষয়ক বিস্তারিত আলোচনা করেন হোপ ফর দি পুওরেষ্ট’র টাউন কোঅর্ডিনেটর মৃনাল কুমার সরকার ও মোঃ শরিফুল ইসলাম খান এবং নন্দিতা রানী দত্ত। উল্লেখ্য এইচপি নেদারল্যান্ডস ভিত্তিক দাতা সংস্থা সীমাভীর অর্থায়নে সাতক্ষীরা ও কলারোয়া পৌরসভায় ওয়াস বিষয়ক একটি প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্পের মূল লক্ষ্য হলো ওয়াস উদ্যোক্তা তৈরী এবং সফল ওয়াস ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত করা যা প্রত্যক্ষভাবে এলাকার ওয়াস ব্যবস্থার মান বৃদ্ধি করবে যেটি াংলাদেশ সরকারের স্থায়িত্বশীল উন্নয়ন অভিষ্ট ২০৩০ অর্জনে অবদান রাখবে।
পূর্ববর্তী পোস্ট