আসাদুজ্জামান : করোনার উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার ভোর সাড়ে ৫ টার দিকে মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে তিনি মারা যান।
মৃত ওই ব্যক্তির নাম আলাউদ্দিন সরদার (৬৮)। তিনি তালা উপজেলার কুমিরা ইউনিয়নের নোয়াকাটি গ্রামের নয়েজ আলী সরদারের ছেলে।
মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত¦াবধায়ক ডাঃ রফিকুল ইসলাম জানান, জ্বর ও শ্বাসকষ্টসহ করোনার উপসর্গ নিয়ে গত ১৫ আগষ্ট মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি হন তালা উপজেলার নোয়াকাটি গ্রামের আলাউদ্দীন সরদার। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে তিনি মারা যান। এর আগে গত ১৬ আগষ্ট তার নমুনা সংগ্রহ করা হলেও এখনও পর্যন্ত তার নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া যায়নি। তিনি আরো জানান, স্বাস্থ্য বিধি মেনে তার লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। একই সাথে লকডাউন করা হয়েছে তার বাড়ি।
এনিয়ে, সাতক্ষীরায় করেনার উপসর্গ নিয়ে আজ পর্যন্ত মারা গেছেন ৭৩ জন। আর করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরো ২৬ জন।
পূর্ববর্তী পোস্ট