আশাশুনি ব্যুরো: সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপির নির্দেশে আশাশুনি উপজেলার শ্রিউলা ইউনিয়ন ও আশাশুনী সদর ইউনিয়নের আংশিক ইউনিয়নের নতুন করে পানি উন্নয়ন বোর্ডের ওয়াবদা এবং রিং বাঁধ ভাঙ্গনে প্লাবিত বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাতক্ষীরা-০৩ আসনের জাতীয় সাংসদ অধ্যাপক ডাঃ অ ফ ম রুহুল হক এমপি প্রতিনিধি ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শম্ভুজিত মন্ডল। শনিবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পানিবন্দি বিভিন্ন এলাকা পরিদর্শন করেন তিনি।
এ সময় শম্ভুজিত মন্ডল বলেন, অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপি মহোদয়ের নির্দেশে পরিদর্শনে এসেছেন তিনি। তিনি আরও বলেন, পরিদর্শনের একপর্যায়ে এমপি স্যারের সাথে এ বিষয় নিয়ে আমি ফোনে কথা বলেছি। এমপি মহোদয় ভাঙ্গন কবলিত এলাকার বাস্তব পরীস্তিতির কথা শুনে আমাকে বলেছেন, তিনি সংশ্লিষ্ট দপ্তর গুলোর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছেন। এমনকি সম্ভব হলে মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরেও যাবেন তিনি। দ্রুত বাঁধের ব্যাবস্থা করে ঘর হারা মানুষগুলোকে ঘরে ফেরানোর সর্বোচ্চ চেষ্টা করবেন তিনি।
এসময় উপজেলা শ্রমিকলীগ সভাপতি ও আশাশুনি সদর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ঢালী মোঃ সামছুল আলম, আশাশুনি রিপোর্টার্স ক্লাব সভাপতি মোস্তাফিজুর রহমান, যুবলীগ নেতা আলাউদ্দিন লাকি, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মৃণাল কান্তি, ইউপি সদস্য আব্দুল আজিজ, আওয়ামীলীগ নেতা সাজ্জাদ হোসেন, শ্রমিক লীগ নেতা মেছের আলী, উপজেলা শ্রমিকলীগ দপ্তর সম্পাদক তারিকুল ইসলাম, শ্রীউলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মকুল হোসেন, বকুল গাইন প্রমখ সফরসঙ্গী হিসেবে ছিলেন।