আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বে একদিনে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত শনাক্তের সব রেকর্ড ভাঙল ভারত। দেশটিতে গত ২৪ ঘণ্টায় এ ভাইরাসে প্রায় ৭৯ হাজার মানুষ আক্রান্ত হয়েছেন। এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৪৫ জন।
টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার দেশটিতে ৭৮ হাজার ৯০৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন; যা বিশ্বের যেকোনো দেশে একদিনে সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৩৫ লাখ ছাড়িয়েছে। দেশটিতে করোনায় অন্তত ৬৩ হাজার ৬৫৭ জনের প্রাণহানি ঘটেছে।
এর আগে বিশ্বে একদিনে সর্বোচ্চ সংক্রমণ শনাক্ত হয়েছিল গত ২৫ জুলাই যুক্তরাষ্ট্রে। করোনায় বিপর্যস্ত যুক্তরাষ্ট্রে ওইদিন ৭৮ হাজার ৪২৭ জনের সংক্রমণ শনাক্ত হয়।