আশাশুনি ব্যুরো: আশাশুনি উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উপজেলার নির্বাচিত জনপ্রতিনিধিদের সাথে থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ গোলাম কবিরের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে থানা অফিসার ইনচার্জ এর কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এসময় থানা অফিসার ইনচার্জ এলাকার স্বাধীনতাবিরোধী, সন্ত্রাসী, চাঁদাবাজ নাশকতা পরিকল্পনাকারী এবং মাদক ব্যবসায়ী যত বড় শক্তিশালী ও ক্ষমতাধর ব্যক্তি হোক না কেন তাকে আইনের আওতায় আনা হবে এমন প্রত্যয় ব্যক্ত করেন। আশাশুনি উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষার জন্য যা যা প্রয়োজন তিনি সেটা করবেন বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন। আর এ সকল ব্যাপারে তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি এবিএম মোস্তাকিম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাংসদ প্রতিনিধি শম্ভুজিত মন্ডল, বুধহাটা ইউপি চেয়ারম্যান ইঞ্জি: আ ব ম মোছাদ্দেক, শ্রীউলা ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিল, সদর ইউপি চেয়ারম্যান স ম সেলিম রেজা মিলন, আনুলিয়া ইউপি চেয়ারম্যান আলমগীর আলম লিটন, প্রতাপনগর ইউপি চেয়ারম্যান শেখ জাকির হোসেন, শোভনালী ইউপি চেয়ারম্যান প্রভাষক মোনায়েম হোসেন, কাদাকাটি ইউপি চেয়ারম্যান দীপঙ্কর কুমার সরকার দ্বীপ প্রমুখ।
মতবিনিময় সভায় করোনা কালিন সময় ও আম্পান পরবর্তী সময়ে বিধ্বস্ত ও প্লাবিত উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার বিষয়ে আলোচনা করা হয়।