বেলফাস্টের স্টরমন্ট ক্রিকেট মাঠে বুধবার টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। সৌম্য সরকারকে নিয়ে তামিম ভালো শুরুর ইঙ্গিত দেন। কিন্তু সৌম্য থাকতে পারেন নি বেশিক্ষণ। দলীয় ৪৪ রানে ক্রেইগ ইয়াংয়ের বলে টাইরন কেনের হাতে ক্যাচ দেন সৌম্য (১৭)।
এরপর তামিমের সঙ্গে ক্রিজে থিতু হয়ে যান সাব্বির। দুজনে শতাধিক রানের জুটি গড়েন। ৪৯ বলে ১১ চারে ৫০ রান পূর্ণ করেন তামিম। আগের দুটি প্রস্তুতি ম্যাচ না খেলা এ ওপেনার অবশ্য সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ নিয়ে মাঠ ছাড়েন। ৭৪ বলে ৮৬ রান করে আউট হন তিনি। অ্যান্ডি ম্যাকব্রিনের বলে ইয়াংয়ের হাতে ধরা পড়েন তিনি, ১৪ চার ও ২ ছয়ে সাজানো তার ইনিংস। সাব্বিরের সঙ্গে ১০৩ রানের জুটি গড়েন তামিম।
৪৯ বলে ৭ চার ও ১ ছয়ে হাফসেঞ্চুরি করা সাব্বির সেঞ্চুরি করেন ৮২ বলে। ১৬ চার ও ১ ছয়ে তিন অঙ্কের ঘরে পৌঁছান সাব্বির। আরও চার বল খেলে কোনও রান যোগ না করে রিটায়ার্ড আউট হন তিনি। মোসাদ্দেক হোসেনের সঙ্গে সাব্বির অর্ধশতাধিক রানের জুটি গড়েন ৩৮ বলে। ২৭ বলে ৩১ রান করেন মোসাদ্দেক। সাকিব আল হাসানও করেছেন ঝোড়ো ব্যাটিং, ২৭ বলে করেন ৪৪ রান।
শেষদিকে ঝড় তোলেন মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ। মাত্র ৪৮ বলে ৯১ রানের জুটি গড়ে টেস্ট অধিনায়ক মুশফিক ২৪ বলে ৪১ রান করে আউট হন। ৪৮ ওভারে ৩৭৬ রানে মুশফিক ষষ্ঠ ব্যাটসম্যান হয়ে সাজঘরে ফেরেন।
মাহমুদউল্লাহ ৩১ বলে ৮ চার ও ১ ছয়ে করেন ৪৯ রান। মাশরাফি মুর্তজা ৮ রানে অপরাজিত ছিলেন।