কালিগঞ্জ প্রতিনিধিঃ কালিগঞ্জে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। “অাপনার পুলিশ অাপনার পাশে, তথ্য দিন সেবা নিন, বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি” এই শ্লোগান সামনে রেখে শনিবার দুপুরে ৫নং বিট কুশুলিয়া ইউনিয়ন পরিষদে এই সমাবেশ অনুষ্ঠিত। ইউপি চেয়ারম্যান শেখ এবাদুল ইসলামের সভাপতিত্বে ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্ছুর সঞ্জালনায় সঞ্চালনয় সমাবেশে বক্তব্য রাখেন কালিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান।
এসময় তিনি বলেন, অাপনার পাড়ির অাশে পাশে এমন কোন ঘটনা ঘটছে। যেটা অাপনি প্রকাশ্য কাউকে বলতে পারছেন না। চিন্তার কোন কারণ নেই ৯৯৯ নম্বরে ফোন দিলে পুলিশ সাথে সাথে ব্যবস্থা নিতে বাধ্য। বর্তমান সময় থানায় অভিযোগ দিতে অাসলে কোন টাকা পয়সা খরচ লাগেনা। পুলিশ বাহিনী সাধরণ মানুষের সেবা দেওয়ার জন্য ফেরী করে বেড়াচ্ছে। এসময় অন্যানের মধ্যে অারো বক্তব্য রাখেন থানা পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক কাজী রওনাকুল ইসলাম দুলাল, বীর মুক্তিযোদ্ধা অালহাজ্ব অাব্দুর রউফ, প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সহ-সভাপতি শেখ অানোয়ার হোসেন, মৌতলা ও কৃষ্ণনগর ইউনিয়ন বিট পুলিশিং অফিসার উপ-পরিদর্শক অহিদুর রহমান, ওয়ার্ড পুলিশিং কমিটির সভাপতি কাজী মুজাহিদুল ইসলাম তরুণ, কাজী শামছুদ্দিন, ইউপি সদস্য শেখ রফিকুল বারী রফু প্রমুখ।