কাশিমাড়ী (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগরের গোবিন্দপুর এ.এইচ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ৪ দলীয় বঙ্গবন্ধু ফুটবল টুর্ণামেন্টের দ্বিতীয় খেলা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১অক্টোবর) বিকাল ৪টায় ফুটবল টুর্ণামেন্টের দ্বিতীয় খেলার উদ্বোধন করেন শ্যামনগর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি গাজী আনিছুজ্জামান আনিচ।
এ খেলা নির্ধারিত সময়ে উভয় দল ১-১ গোলের ব্যবধানে সমতায় ফিরলে শেষ পর্যন্ত খেলাটি টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে পারুলগাছা ফুটবল একাদশ ৫-৪ গোলে নওয়াবেকী বটতলা ফুটবল একাদশকে পরাজিত করে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাশিমাড়ী ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা জালাল উদ্দীন আহমেদ, গোবিন্দপুর এ.এইচ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহ-প্রধান শিক্ষক শচীন্দ্রনাথ মন্ডল, ০৭ নং জয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করীম, ০৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুল হালিম, গোবিন্দপুর সোনার বাংলা সংঘের সাধারণ সম্পাদক গাজী মাসুদ, খুলনা মহানগর ছাত্রলীগের উপ-কৃষি বিষয়ক সম্পাদক গাজী তরিকুল ইসলাম বাবু সহ সোনার বাংলা সংঘের সদস্যবৃন্দ প্রমুখ।
সমগ্র খেলাটির ধারাবিবরণীতে ছিলেন প্রভাষক জহুরুল হক।
পরিচালনার দায়িত্বে ছিলেন ফিরোজ, আল আমিন, আলমগীর ও নুরুল্লাহ।
টুর্নামেন্টের ফাইনাল খেলা আগামী শুক্রবার (২৩অক্টোবর) একই সময়ে অনুষ্ঠিত হবে।