কালিগঞ্জ প্রতিনিধিঃ কালিগঞ্জ উপজেলাকে মাদকমুক্ত করণের লক্ষে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে সাতক্ষীরার জেলা প্রশাসক এসএম, মোস্তফা কামালের সভাপতিত্বে সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক রাসেল। এসময় জেলা প্রশাসক বলেন, সারা বাংলাদেশে মাদকের বিরুদ্ধে মাননীয় প্রধানমন্ত্রী যুদ্ধ ঘোষনা করেছে। সেই অালোকে জেলার মধ্যে কালিগঞ্জ উপজেলাকে বেঁছে নেওয়া হয়েছে। দেশ সমাজ বা পরিবার থেকে মাদক নির্মূলে নিজ পরিবার থেকে ব্যবস্থা নিতে হবে। মাদকাসক্তরা সত্যিকার অর্থে এক ধরনের রোগী। তাদেরকে অবহেলা বা ফেলে দেয়া যাবে না। এজন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিরাময় কেন্দ্র স্থাপন করা প্রয়োজন। যারা মাদক সেবন করছে তারা অাপনার অামার সন্তান বা আত্মীয়। অতএব তাদেরকে অপরাধী ভেবে ফেলে দেয়া যাবেনা, সুস্থ করে তুলতে হবে। মাদকাসক্ত একটা পরিবারে যদি থাকে তার অবর্ণনীয় কষ্ট ওই পরিবার ছাড়া অন্য কেউ বুঝতে পারবে না। মাদকাসক্ত একটা ভয়াবহ অভিশাপ অতএব তাকে সুস্থ করে তোলার দায়িত্ব আমাদেরকে নিতে হবে। যারা মাদক সেবন ও ব্যবসা করে তাদের বিরুদ্ধে গোপনে তালিকা তৈরী করে ব্যবস্থা নিতে হবে। মাদক মুক্ত করবো বললেই মাদক মুক্ত করা যায়না। সে জন্য সরকার বিভিন্ন ধরণের কার্যক্রম হাতে নিয়েছে। সীমান্ত এলাকায় কঠোর ব্যবস্থা নিতে না পারলে কখনোই মাদক বন্ধ করা যাবেনা।
অাইন দিয়ে মাদক বন্ধ করা যায় না, মাদক বন্ধ করতে হলে পরিবার ও সমাজকে মূখ্য ভূমিকা পালন করতে হবে। যুব সমাজকে মাদক থেকে দুরে রাখতে খেলাধুলার কোন বিকল্প নেই। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্ছু’র সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী, উপজেলা অা’লীগের সভাপতি মাস্টার নরিম অালী মুন্সি, ভাইস চেয়ারম্যান নাজমুল অাহসান, মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, উপজেলা অা’লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান এনামুৃর হোসেন ছোট, যুব উন্নয়ন কর্মকর্তা কামরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা অাব্দুল হাকিম, শেখ অানোয়ার হোসেন, জাফরুল্লাহ ইব্রাহিম, শিক্ষক শফিকুল ইসলাম, ইউপি সদস্য অালাউদ্দিন সোহেল প্রমুখ।