শ্যামনগর ব্যুরো : সাতক্ষীরার শ্যামনগরে সরকারি জায়গায় ব্যক্তিমালিকানা ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হয়েছে। ঘটনাটি ঘটেছে শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের চকবারা খেয়াঘাটে। এ ঘটনায় জি এম মাহমদুল ইসলাম ৪ অক্টোবর জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ করে।অভিযোগের পর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল হাই সিদ্দিকী কার্যক্রম বন্ধ করে দেন। অভিযোগে উল্লেখ করেন ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য আবির রহমান সরকারি জায়গার উপরে সরকারি খরজে নির্মিত শৌচাগার ভেঙে ব্যক্তিমালিকানায় ভবন নির্মাণ করছে। স্কুল, কলেজগামী, ছাত্রী ও মহিলা পথচারী শৌচাগারে ব্যাপক বিড়ম্বনায় পড়বে বলেও উল্লেখ করেন। দীর্ঘদিন কাজ বন্ধ থাকার পর গতকাল পহেলা নভেম্বর রবিবার সকাল থেকে আবার কাজ শুরু করে। এ ঘটনায়
গাবুরা ইউনিয়নের ভূমি কর্মকর্তা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এর নির্দেশে সরেজমিনে পরিদর্শন করে আবারও কাজ বন্ধ করে দেন। স্থানীয়রা অভিযোগ করে বলেন শৌচাগারের জায়গা দখল করে আওয়ামী লীগের সাইনবোর্ড ব্যবহার করে ঘর নির্মাণ করে দলের ভাবমূর্তি নষ্ট করছে। এ ঘটনায় অভিযুক্ত আবিয়ার রহমান বলেন, পূর্বে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এবং ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয় ছিল আমপানের পরে ভঙ্গুর অবস্থায় হওয়ার পরে আমরা সংস্কার কাজ করছি।
পূর্ববর্তী পোস্ট