নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরার দেবহাটা উপজেলার খাসখামার এলাকা থেকে দু’শো বোতল ফেনসিডিলসহ আন্তঃজেলা মাদক চোরাকারবারি চক্রের এক সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার ভোররাতে দেবহাটার খাসখামার এলাকায় শফিকুল ইসলামের পুকুর পাড়ের বাঁশ বাগানে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের ওসি ইয়াছিন আলম চৌধুরীর নেতৃত্বে এসআই মোস্তফা আলম,এএসআই মাজেদুর, এএসআই ইনামুল সহ আশিক, মিরাজ ও বাবুল কে সঙ্গে নিয়ে অভিযান চালাই পুলিশ। এসময় পাচারের উদ্দেশ্যে জড়ো করে রাখা দু’শো বোতল ফেনসিডিলসহ মোক্তার আলি ওরফে বড়মোস্ত নামের এক চিহ্নিত প্রভাবশালী মাদক চোরাকারবারিকে আটক করাহয়।
আটককৃত মোক্তার আলি ওরফে বড়মোস্ত ওই এলাকার মেহের আলির ছেলে।
এবিষয়ে জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ ওসি ইয়াছিন আলম চৌধুরী জানান, মোক্তার আলি ওরফে বড়মোস্ত জেলার শীর্ষ মাদক চোরাকারবারি। সে বহুদিন যাবত আত্নগোপনে থেকে সাতক্ষীরা থেকে দেশের বিভিন্ন অঞ্চলে মাদক সরবরাহ করতেন। তার নামে ১০টির ও বেশি মামলা রয়েছে। আটককৃত আসামির স্বীকারোক্তি অনুযায়ী তার সাথে থাকা আরো পাঁচজনকে আসামি করে মাদকের মামলা দেওয়া হয়েছে বলে জানান তিনি।