দেবহাটা ব্যুরো: দেবহাটা উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) হাবিবুর রহমান সবুজ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছলিমা আক্তার পানির লাইন স্থাপনের জায়গা পরিদর্শন করেছেন। বুধবার সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা উপজেলার নাংলা বাজারে ৫টি গ্রামে খাবার পানি সরবরাহের জন্য পানির প্লান্ট স্থাপনের জায়গা নির্ধারনের জন্য জায়গা পরিদর্শন করেন। জায়কার বাস্তবায়নে ইউজিডিপি এর প্রজেক্টের অর্থায়নে ১৬ লক্ষ টাকা ব্যয়ে উক্ত পানির প্লান্টটি স্থাপন করা হবে। নাংলায় স্থাপনকৃত পানির প্লান্ট থেকে ঘোনাপাড়া, নওয়াপাড়া, ছুটিপুর, নাংলা ও বসন্তপুর এলাকার জনগন সুপেয় পানি পান করতে পারবেন। নাংলা ছাড়াও টাউনশ্রীপুর বাজারে ও ঈদগাহ বাজারে প্রত্যেকটি ১৬ লক্ষ টাকা বরাদ্দে মোট ৩টি পানির প্লান্ট স্থাপন করা হবে। দীর্ঘদিন ঐ অঞ্চলের মানুষ সুপেয় পানির অভাবে দূর-দূরান্ত থেকে পানি এনে পান করেন। যার কারনে উপজেলা পরিষদের মাধ্যমে এবং জায়কার বাস্তবায়নে উক্ত পানির প্লান্ট স্থাপন করা হবে। পরিদর্শনকালে জায়কার ইউডিএফ তালিম হোসেন, দেবহাটা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আকতার হোসেন ডাবলু, নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাহমুদুল হক লাভলুসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পূর্ববর্তী পোস্ট