নিজস্ব প্রতিনিধি : আশাশুনির চঞ্চল্যকর বাবরআলী হত্যা মামলার বাদীকে মামলা তুলে নিতে হুমকি ধামকির অভিযোগ উঠেছে। এঘটনায় ভুক্তভোগী জীবনের নিরাপত্তা চেয়ে আশাশুনি থানায় একটি সাধারণ ডায়েরি করেন। যার নং-১১০১।
ভুক্তভোগী মামলার বাদী আশাশুনি উপজেলার নাছিমাবাদ গ্রামের আবুল হোসেন মোড়লের পুত্র শাহিনুর রহমান বাবু জানান, গত ২৩ মে ২০২০ পরিকল্পিতভাবে পিটিয়ে হত্যা করায় তার আতœীয় বাবরআলীকে। এঘটনায় পরদিন বাদী হয়ে আশাশুনি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন তিনি। যার নং ১৩৯/২০। উক্ত মামলায় আসামীরা আটক হলেও সম্প্রতি কয়েকজন আসামী জামিনে মুক্তি পেয়ে বাড়ি ফিরে মামলা তুলে নেওয়ার জন্য বাদীকে হুমকি-ধামকি প্রদর্শন করতে থাকে। একপর্যায়ে উক্ত মামলার আসামী একই এলাকার মৃত নুর মোহাম্মদ মোড়লের পুত্র রবিউল ইসলাম, আব্দুস সালাম মোড়লের পুত্র রুহুল আমিন, মান্নান শেখের পুত্র হাবিব,গফফার মোড়লের পুত্র আবু সুফিয়ান, মৃত. আজিজুর রহমান মোড়লের পুত্র সালাম মোড়ল, আ: হাকিম মোড়লের পুত্র হামিদ মোড়ল গত ২৬ নভেম্বর ২০২০ তারিখ সন্ধ্যায় বাদীর বাড়ির সামনে মামলা তুলে নেওয়ার জন্য খুন জখমসহ মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানির হুমকি প্রদর্শন করেন। সে সময় কৌশলে বাদী ঘটনাস্থল থেকে পালিয়ে জীবনের রক্ষাপান। বর্তমানে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন। উক্ত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ পূর্বক তার জীবনের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।
পূর্ববর্তী পোস্ট