নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা ইটাগাছা প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় জিপিএ -৫ বৃত্তিপ্রাপ্ত ছাত্র – ছাত্রী ও সিএলএইপি অনুদান দাতা ব্যক্তিদের সংবর্ধনা অনুষ্ঠান হয়েছে। শনিবার বিকাল ৪টায় ইটাগাছা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে চত্বরের। আয়োজনে ইটাগাছা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৭নং ওয়ার্ডের কাউন্সিলর ও স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি জাহাঙ্গীর হোসেন কালু।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌরসভার মেয়র তাসকিন আহমেদ চিশতি। তিনি বলেন, গরীব মেধাবীদের শিক্ষা বৃত্তি প্রদান করা নিঃসন্দেহে মহৎ কাজ। শিক্ষার্থীদের আলোকিত মানুষ হওয়ার আহ্বান জানিয়ে বাংলা শিক্ষার পাশাপাশি ইংরেজি শিক্ষায়ও যথেষ্ট দখল রাখতে হবে। তা না হলে তোমরা পিছিয়ে পড়বে। লেখাপাড়ার পাশাপাশি পুথিগত বিদ্যাসহ বিশ্বের অন্যান্য বিষয়ে জ্ঞান রাখতে হবে। আমাদের কে জানতে হবে, জানাতে হবে। আজ তোমাদের মধ্যে থেকে যারা এ বৃত্তি পেয়েছো। তোমাদের আগামী দিনে পড়াশুনায় আরো ভালো করতে হবে। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য আব্দুল মজিদ, সহকারী উপজেলা শিক্ষা অফিসার গৌরঙ্গী গাইন, মহিলা কাউন্সিলার ফাহরা দিবা খান সাথী প্রমুখ। ২০জন ছাত্র – ছাত্রীর মধ্য এই সংবর্ধনা প্রদান করা হয় ২০১৪, ২০১৫ ও ২০১৬ সালের জিপিএ প্রাপ্ত ছাত্র – ছাত্রীরা হলেন১ জাকরিয়া হোসেন, ২ হাসিবুর রহমান, ৩ মুনতাছিন বিল্লাহ আল মাহি, ৪ আজিয়ার নূর সাফিদ, ৫ মেহরাব হোসেন অয়ন, শাজারিয়ার নাফিজ, ৭ নিয়াজ মাহমুদ, ৮ জুনইদ আহমেদ,৯ সানজিদা আহসিন সৌমি, ১০ সুমাইয়া আক্তার, ১১ফারহানা আফরিন মৌমি, ১২নুহিন ফিল আল আমিন, ১৩ নাফিজ আহমেদ, ১৪ মেহেদী হাসান, ১৫ নাফিজ ইশতিয়াক, ১৬ শাহানা পারভীন ১৭ লিপি আক্তার, ১৮ ফারজানা আক্তার, ১৯ সুমাইয়া আক্তার রিয়া, ২০ তাওফিকা সিদ্দিকা।