প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরা জেলায় ভোক্তা স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে খাদ্য মোড়কে ফ্রন্ট-অফ-প্যাকেজ লেবেলিং প্রবিধানমালা দ্রুত চূড়ান্ত ও বাস্তবায়নের দাবিতে জেলার নিরাপদ খাদ্য অফিসার দীপঙ্কর দত্ত এর মাধ্যমে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
উন্নয়নসেবী সংস্থা মৌমাছি’র বাস্তবায়নে এবং সেন্টার ফর ল’ এন্ড পলিসি এফেয়ার্স-সিএলপিএ সহযোগিতায় স্মারকলিপিতে উল্লেখ করা হয় যে, প্যাকেটজাত খাদ্যে অতিরিক্ত চিনি, লবণ ও চর্বির পরিমাণ স্পষ্টভাবে না জানার কারণে সাধারণ ভোক্তারা স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন । তাই সহজবোধ্য ও রঙভিত্তিক সতর্কতামূলক লেবেল চালু করা হলে ভোক্তারা সচেতন সিদ্ধান্ত নিতে পারবেন এবং অসংক্রামক রোগ প্রতিরোধে ইতিবাচক ভূমিকা রাখবে।
কর্মসূচিতে নাগরিক সমাজের প্রতিনিধি নাসরিন সুলতানা ও মৌমাছি সংস্থার প্রোগ্রাম অফিসার গুলসানারা খাতুন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা দ্রুত প্রবিধানমালা চূড়ান্ত করে কার্যকর বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান এবং ভোক্তা অধিকার সুরক্ষায় এ উদ্যোগকে সময়োপযোগী ও জরুরি বলে অভিহিত করেন।

