কলারোয়া, প্রতিনিধি : সাতক্ষীরার কালরোয়া পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে মঙ্গলবার বিকালে কলারোয়া উপজেলা পরিষদের সামনে বহিগত ৭০/৮০ জন টাকার বিনিময়ে ভাড়া করা লোক দিয়ে মানববন্ধন করিছেন শেখ আমজেদ হোসেন পন্থীরা ।আ,লীগের সভানেত্রী শেখ হাসিনা যখন সারা দেশের নেতাকর্মী দের একত্রিত হয়ে নৌকার পক্ষে কাজ করতে বলেছেন ঠিক সে সময় নেতাকর্মীদের মনে হতাশার সৃষ্টির জন্য কাজ করে যাচ্ছে কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সহ কয়েকজন নেতারাই । কলারোয়া পৌরসভার মেয়র প্রার্থী কেন্দ্র করে মানববন্ধন জামাত,বিএনপি,জাতীয় পাটির ও ভাড়া করা লোক মানববন্ধনটিতে অংশ নেন। এই বিষয়ে জানতে চাইলে মুখবাঁধা কিছু নারীরা সাংবাদিকদের জানান আমাদের কম্বল দেওয়ার কথা বলে আসতে বলেছে আমাদের সেই কম্বল এখন দেওয়া হয়নি মুখের একটা করে মাক্স দিয়েছে শুধু এখনো আমরা খাইনি।এছাড়া পৌরসভার ৬নং ওয়ার্ডের যুবলীগের সাধারণ সম্পাদক বলেন কলারোয়া উপজেলা চেয়ারম্যান, আ,লীগ নেতা মজনু চৌধুরী আ,লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আসাদুজ্জামান শাহাজাদা প্রত্যক্ষ নেতৃত্বে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় । আ,লীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনার পৌর নির্বাচনে সাদা মনের মানুষ শিক্ষক মনিরুলজামান বুলবুলকে মনোনয়ন দিয়েছে কিন্তু তাকে পরিবর্তন করে শেখ আমজেদ হোসেন নৌকা প্রতীক দাবি জানায়৷ বহিরাগত কিছু লোক।এই প্রার্থী পরিবর্তনের বিষয়ে কলারোয়া পৌরসভারদের অংশগ্রহণ ছিলোনা বললেন চলে এবং আওয়ামী লীগের নেতা-কর্মী হলেও পৌরসভার কোনো পদধারী নেতাকর্মীকে দেখা যায়নি এই মানববন্ধনটিতে।
মানববন্ধন টিতে কলারোয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতা কর্মী এখানে এসে মানববন্ধনে অংশগ্রহণ করতে দেখা যায়।চন্দনপুর ইউনিয়নের হিজদি থেকে , হেলাতলা ইউনিয়নের খলসী, হেলাতলা, কয়লা ইউনিয়নের, কয়লা,বুইতা, আলাইপুর, থেকে লোক আনা হয়।তারাই শেখ আমজেদ হোসেনকে নৌকা প্রতীক দাবি করেন।
এই খবর ছড়িয়ে পড়লে পৌর আ,লীগের সাধারণ সম্পাদক, কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপনের নেতৃত্বে সন্ধ্যায় পৌর নেতারা বিভিন্ন ওয়ার্ড থেকে সাভাপতি, সাধার সম্পাদক,প্রতিবাদে মিছিল বাহির করে পৌরসভার বাজার ঘুরে তাহাদের নির্বাচনী কার্যালয় চলে আসে । সেখানেই নেতারা মাননীয় প্রধানমুন্ত্রী শেখ হাসিনার সিদ্ধাত কে স্বাগত জানিয়ে সকল নেতা কর্মিদের এক হয়ে কাজ করার কথা ব্যক্ত করেন।আওয়ামীলীগের বড় বড় পদে থেকে নেত্রী বিরুদ্ধে কাজ করবেন কলারোয়ার আওয়ামীলীগ তা মেনে নেবে না বলে হুশিয়ার করেন।
পূর্ববর্তী পোস্ট